জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ ?

জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

0
জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ:

জলবিদ্যুৎ উৎপাদনে যেসব অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের প্রয়োজন হয় সেগুলি হল

অনুকূল প্রাকৃতিক পরিবেশ:

  1. বন্ধুর ভূপ্রকৃতি: বন্ধুর ভূপ্রকৃতি নদীর গতিবেগ বৃদ্ধি ও জলপ্রপাত সৃষ্টিতে সাহায্য করে। খরস্রোতা নদী ওজলপ্রপাত জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। এই কারণে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল ও দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক।
  2. বরফগলা জলের সরবরাহ: যেসব নদী বরফগলা জলে পৃষ্ট সেইসব নদীতে সারা বছর জল থাকে বলে সারা বছরই বিদ্যুৎ উৎপাদন করা যায়। যেমন : উত্তর ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের নদীসমূহ।
  3. নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত: জলবিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান শর্ত হল প্রবহমান জলধারার উপস্থিতি। স্থায়ী প্রবহমান জলধারার প্রধান উৎস নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত। যেসব স্থানে সারা বছর নিয়মিত অপর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেখানে সারা বছর বিদ্যুৎ উৎপাদন করা যায়। যেমন : উত্তর-পূর্ব ভারতের নদীসমূহ।
  4. প্রাচীন শিলাগঠিত ভূমি: কঠিন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলি কম দিক পরিবর্তন করে এবং জলে কম পলি থাকে এবং নদী বেশি দিন নাব্য থাকে। ফলে দীর্ঘদিন জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়। যেমন : দক্ষিণ ভারতের নদীসমূহ।
  5. পলিযুক্ত জলপ্রবাহ: পলিযুক্ত জল নদীবাঁধের পিছনে নির্মিত জলাধারের গভীরতা হ্রাস ঘটায় ও টারবাইনের ব্লেডের ক্ষতি ঘটে। এ কারণে পলিমুক্ত স্বচ্ছ জল জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। যেমন : দক্ষিণ ভারত।
  6. বনভূমি: বনভূমি বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে এবং ভূমিক্ষয় রোধ করে। ফলে বিদ্যুৎকেন্দ্রের স্থায়িত্ব বাড়ায়।

অনুকূল অর্থনৈতিক পরিবেশ:

  1. উন্নত প্রযুক্তি ও মূলধন: বৃহদায়তন জলবিদ্যুৎ কেন্দ্রে স্থাপনে উন্নত প্রযুক্তি ও পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়।
  2. বিকল্প শক্তির অভাব: বিকল্প তাপ ও পারমাণবিক বিদ্যুতের উৎস ও শক্তি উৎপাদনের অভাব থাকলে জলবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ বাড়ায়।
  3. বহুমুখী নদী পরিকল্পনা: বহু উদ্দেশ্য সাধনের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেখানে আপনাআপনিই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার সুবিধা হয়।
  4. অন্যান্য: এছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত বিদ্যুতের চাহিদা, দক্ষ শ্রমিকের প্রাচুর্য প্রভৃতি থাকা প্রয়োজন ।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।