আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। জলসংকটের প্রেক্ষাপটে জলের সঠিক ব্যবহার এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
জলসংকটের প্রেক্ষাপটে জলের সঠিক ব্যবহার কীভাবে করা উচিত ?
বিশ্বের সর্বত্র জনসংখ্যার প্রবল চাপ, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের জন্য স্বাদু জলের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। আবার অতিরিক্ত উত্তোলনের ফলে ভৌমজলের হ্রাস ঘটছে সবচেয়ে বেশি। তাই জলের বিবেচনাপ্রসূত ব্যবহার একান্ত প্রয়োজন। যেমন-
- জামা-কাপড় কাচার জন্য কম ফসফেটযুক্ত বা ফসফেটবিহীন ডিটারজেন্ট ব্যবহার করা উচিত।
- মলমূত্র, মৃত জীবজন্তুর দেহ ও চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ প্রভৃতি জলে ফেলা নিষেধ।
- গৃহস্থালি ও শিল্পক্ষেত্রে জলের ব্যবহার যথা সম্ভব কমাতে হবে।
- জলের ট্যাপ থেকে যাতে অকারণে জলের অপচয় না ঘটে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।
- পরিত্যক্ত জলকে দূষণমুক্ত করে পুনরায় ব্যবহারের উপযুক্ত করে তুলতে হবে।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।