আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এর বর্ণনা দাও ?
এখন আমরা জানব মরু অঞ্চলে বায়ু ও জলধারা মিলিতভাবে কাজ করে কীরকম ভূমিরূপ গঠন করে।
- ওয়াদি: মরু অঞ্চলে বৃষ্টিপাত প্রায় হয় না হলেও অনিশ্চিত, অনিয়মিত ও ক্ষণস্থায়ীভাবে। যখন হয় তখন প্রবল বৃষ্টিপাত হয়। হঠাৎ বৃষ্টি হঠাৎ বন্যার রূপ নেয় এরূপ হঠাৎ বৃষ্টির জলে সাময়িক বেগবতী জলধারার সৃষ্টি হয়। তাতে বালুকারাশিও কর্দমকণা পূর্ণ থাকে। এই প্রবাহ বেশিক্ষণ স্থায়ী হয় না, কেবলমাত্র ওয়া দি প্রবাহপথের চিহ্নটি পড়ে থাকে। এরূপ শুষ্ক খাতই ওয়াদি। ওয়াদি একটি আরবি ভাষার শব্দ; যার অর্থ শুষ্ক উপত্যকা।
- পেডিমেন্ট: মরু ও অর্ধমরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে মৃদু ঢালযুক্ত ক্ষয়জাত শিলাপৃষ্ঠ থাকে। ওগুলি পেডিমেন্ট। পেডিমেন্ট পৃষ্ঠটি ক্ষয়জাত শিলাখণ্ডের পাতলা আস্তরণে ঢাকা থাকে। আড়াআড়ি পার্শ্বচিত্রে পেডিমেন্ট অবতল প্রকৃতির হয়। পেডিমেন্টের ওপর বা পাহাড়ের দিকের ঢাল 7° ও প্রান্তভাগের ঢাল 5° হয়। Pediment-এর ‘Pedi’ শব্দের অর্থ পাদদেশ ও ‘Mont’ শব্দের অর্থ ঢিবি বা পাহাড়। কালাহারি, সাহারা মরুভূমিতে পেডিমেন্ট গড়ে উঠেছে। 1877 খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট প্রথম পেডিমেন্ট নামকরণ করেন।
- বাজাদা: পেডিমেন্টের নীচের দিকে জলধারা বাহিত প্রস্তরখণ্ড, বালুকা ইত্যাদি সঞ্চিত হয়ে জলধারাগুলি পলল পাখা সৃষ্টি করে। পলল পাখাগুলি পরপর যুক্ত হয়ে আকারে বড়ো এক পলিস্তরের সৃষ্টি করে। একে বাজাদা বলে। বাজাদার ঢাল মৃদু প্রকৃতির হয় [5°-2°]। বাজাদা (Bajada) একটি স্প্যানিশ শব্দ বাহাদা ‘Bahada’ থেকে এসেছে; যার অর্থ একাধিক পলল পাখাযুক্ত এক সমভূমিবিশেষ। ভারতের জয়সলমির এরূপ একটি বাজাদা সমভূমির অংশ।
- প্লায়া: মরু অঞ্চলে ভূ-আলোড়নে গঠিত গর্তকে বোলসন বলে। এই বোলসনে একাধিক জলধারা এসে জল সঞ্চয় করে। সৃষ্টি হয় হ্রদ। বোলসনের কেন্দ্রের এই হ্রদকে প্লায়া বলে। প্লায়া হ্রদের জল লবণাক্ত। ‘Playa’ একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ লবণাক্ত জলের হ্রদ। প্লায়া প্রায় সময়ই শুষ্ক থাকে। আকস্মিক বৃষ্টিতে প্লায়া জলপূর্ণ হয়। শুষ্ক প্রায়ার উপরিভাগ চকচকে লবণ দ্বারা আবৃত থাকে। কোনো সময় তাকে অ্যালকালি ফ্ল্যাট বলে। একে যুক্তরাষ্ট্রে বলে বোলসন ও প্লায়া। মেক্সিকোকে বলে প্লায়া (স্প্যানিশ শব্দ)। উত্তর আফ্রিকায় এর নাম শট্স (আরবি শব্দ)। রাজস্থানে এর নাম ধান্দ (হিন্দি শব্দ)।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।