আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। যান্ত্রিক আবহবিকারের প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ভিতর প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ বা খণ্ডকরণ (Block Disintegration):
সংজ্ঞা:
সাধারণত দেখা যায় যে উষ্ণতা 17° সে. থেকে 55° সে. ওঠানামা করলে শিলাস্তরের উপরিভাগে শিলার প্রসারণ ও সংকোচন ঘটে। এইভাবে ক্রমাগত উয়তার পরিবর্তনের ফলে শিলার মধ্যে পীড়নের সৃষ্টি হয়। পীড়ন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শিলার মধ্যে অজস্র সমান্তরাল ও উল্লম্ব ফাটলের সৃষ্টি হয়ে শিলাসমূহ পরস্পর বিচ্ছিন্ন হয়ে ইঁটের আকার ধারণ করলে তখন তাকে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ বলে।
যে প্রকার শিলায় এই প্রকার আবহবিকার বেশি ঘটে:
ব্যাসল্ট জাতীয় শিলায় এইপ্রকার আবহবিকারের প্রভাব বেশি দেখা যায়।
ফলাফল:
- এইপ্রকার আবহবিকারের ফলে শিলায় অজস্র সমান্তরাল ও উল্লম্ব ফাটলের সৃষ্টি হয় বলে সিঁড়ির ন্যায় ধাপ সৃষ্টি হয়। যেমন— ডেকান ট্র্যাপ,
- এই প্রকার আবহবিকারের ফলে পাহাড়ের মাথাগুলি চ্যাপটা প্রকৃতির হয়ে থাকে।
- মরু অঞ্চলে বালি সৃষ্টির মূলে এই প্রক্রিয়া।
- একটি প্রস্তর খণ্ড যতবেশি খণ্ডবিখণ্ডিত হয় তার ঘনফল এক থাকলেও, ক্ষেত্রফল বেড়ে যায়।
অঞ্চল:
উষ্ণ মরু অঞ্চলে সাধারণত এই প্রকার আবহবিকার বেশি দেখা যায়।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।