গ্রিনহাউস গ্যাসের ভূমিকা ?

0
বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাসের ভূমিকা লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাসের ভূমিকা এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাসের ভূমিকা লেখো ?

বিশ্ব উষ্ণায়ন গ্রিনহাউস গ্যাসের প্রভাব:

বিশ্ব উষায়ণের ফলে আমাদের বিপদ ঘনিয়ে আসছে বিপদ নানা দিকে। সর্বত্র অসহনীয় গরম পড়ছে, শীত কমছে, কমছে শীতের সময়। আরও কত কী! এগুলি জেনে নাও-

  1. বরফ ও হিমবাহ গলন: মেরু অঞ্চল ও উচ্চ পর্বত মিলে পৃথিবীর স্থলভাগের 11 শতাংশ স্থানে হিমবাহ রয়েছে। এগুলি আমাদের প্রাকৃতিক হিমঘর, নদ-নদীর জীবনীশক্তি উষ্ণতা বৃদ্ধিতে এগুলি গলে যাচ্ছে।
  2. সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি: মেরুপ্রদেশ ও পার্বত্য অঞ্চলের বরফ ও হিমবাহ বিশ্ব উষায়ণে গলে গেলে কি হবে? সমুদ্র জলতল বেড়ে যাবে, ডুবে যাবে বহু দ্বীপ। বহু উপকূল সমুদ্রের তলায় চলে যাবে, বহু কৃষিজমি ডুববে। বহু মানুষ বাস্তুচ্যুত ও জীবিকাহীন হবে যদি সমুদ্রজলতল আর 1 মিটার বাড়ে তাহলে 50 কোটি মানুষ বিভিন্নভাবে বিপদগ্রস্ত হবেন। 
  3. অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন: 2100 খ্রিস্টাব্দের মধ্যেই পৃথিবীর গড় উয়তা আরও 3-5° সে. বাড়বে বলে ধারণা ফলে ঘটছে জলবায়ুর পরিবর্তন। অধঃক্ষেপণের স্বাভাবিক প্রকৃতি পরিবর্তিত হচ্ছে বৃষ্টিবহুল অঞ্চলে কমছে বৃষ্টি।
  4. শস্য উৎপাদনের হ্রাসবৃদ্ধি: বিশ্ব উষ্ণায়ন তাপমাত্রা বৃদ্ধির ফলে ফসল উৎপাদনে বিঘ্ন ঘটছে। তাপমাত্রা বাড়লে উদ্ভিদের সালোকসংশ্লেষের হার বাড়বে। এর ফলে উদ্ভিদের প্রকৃতি অনুযায়ী ফসল উৎপাদনে প্রভাব পড়বে। 
  5. কৃষি পদ্ধতির পরিবর্তন: বিশ্ব উয়ায়ণে তাপমাত্রা বৃদ্ধির ফলে সারা পৃথিবীতে কৃষি পদ্ধতির ব্যাপক রূপান্তর হয়েছে। যেমন- 
    • ইউরোপীয় ও রাশিয়ার স্তেপ অঞ্চলে গম চাষের জন্য প্রসিদ্ধ অঞ্চলগুলিতে বর্তমানে গমের পরিবর্তে ভুট্টার চাষ হচ্ছে। 
    •  ভারতের কাশ্মীর হিমালয়ে বরফ গলে গিয়ে সেখানে পাহাড়ের ধাপ বরাবর ধান চাষ হচ্ছে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।