GPS কি ?

0
GPS কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা জানবো জিপিএস (GPS) বিষয়টি নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব ভালো নম্বর পেতে পারবে। বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

GPS কি?

কৃত্রিম উপগ্রহের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনাে স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে GPS ( Global Positioning System ) বলে ।


উদাহরণঃ ১৯৭৮ সালের ২২ শে ফেব্রুয়ারী আমেরিকা যুক্তরাষ্ট্র সামরিক প্রয়ােজনে প্রথম এই পদ্ধতি ব্যবহার করে । তাদের ব্যবহৃত ২৪ টি উপগ্রহ একত্রে ‘ NAVSTAR ‘ নামে পরিচিত । এছাড়াও, চীনের BeiDou নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম , ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম , ভারতের NavlC প্রভৃতিও অন্যান্য উল্লেখযোগ্য GPS পরিচালন ব্যবস্থার উদাহরণ ।

পরিচালন প্রক্রিয়াঃ এই ব্যবস্থা মূলত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত । যথা – ১. Space Segment  ২. Control Segment  ও ৩. User Segment । এই ব্যবস্থায় GPS স্যাটেলাইটগুলি মহাকাশ থেকে সংকেত সম্প্রচার করে এবং প্রতিটি GPS রিসিভার তার ত্রিমাত্রিক অবস্থান  ( অক্ষাংশ , দ্রাঘিমাংশ ও উচ্চতা ) এবং বর্তমান সময় গণনা করতে এই সংকেতগুলি ব্যবহার করে ।

ব্যবহার / গুরুত্বঃ GPS – এর ব্যবহার / গুরুত্বগুলি হল নিম্নরূপ –

  • যে কোনাে স্থানের অবস্থান জানা সম্ভব ।
  • প্রতিরক্ষার কাজে এর গুরুত্ব সর্বাধিক ।
  • জরিপ কার্যে , ম্যাপ প্রস্তুতিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় ।
  • বিমান পরিচালনা , জাহাজ পরিচালনা এমনকি বর্তমানে স্থলপথ পরিবহণে তথা আধুনিক মোটরগাড়ীতেও নেভিগেশন ব্যবস্থা পরিচালনায় ব্যবহৃত হচ্ছে ।
  • সাম্প্রতিক আধুনিক স্মার্টফোনগুলিতে গুগল ম্যাপ ও নেভিগেশন ব্যবস্থায় এর ব্যবহার উল্লেখযোগ্য ।
  • পর্বতারোহীসহ অন্যান্য পর্যটকদের কাছে GPS ডিভাইস অতীব গুরুত্বপূর্ণ ।
  • অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এর ব্যবহার তাৎপর্যপূর্ণ ।
  • শত্রুর উপর নজরদারী , ইনটেলিজেন্স সিস্টেম পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ।

উপরোক্ত বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।