দুর্যোগ কী ? এর বৈশিষ্ট্য এবং শ্রেণিবিভাগগুলি লেখো ?

0
দুর্যোগ বলতে কী বোঝায়? এর বৈশিষ্ট্য এবং শ্রেণিবিভাগগুলি লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। দুর্যোগ বলতে কী বোঝ এবং এর বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

দুর্যোগ বলতে কী বোঝায়? এর বৈশিষ্ট্য এবং শ্রেণিবিভাগগুলি লেখো ?

সংজ্ঞা:

রাষ্ট্রপুঞ্জের দুর্যোগ পুনর্বাসন সংস্থা কর্তৃক প্রদত্ত সংজ্ঞা অনুসারে বলা যায়, কোনো এক স্থানে সংঘটিত একটি আকস্মিক বা ধীর ঘটনা, যার ফলে ওই স্থানে বসবাসকারী জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা গভীরভাবে বিপর্যস্ত হয় এবং সামাজিক পরিকাঠামো সম্পূর্ণ বিপর্যস্ত হয় তাকে দুর্যোগ বলে। ভূবিজ্ঞানী কেইট্স (Ketes) এবং বুটন (Button)-এর মতে, প্রাকৃতিক ভাবে সংঘটিত কোনো ঘটনা বা উপাদান যা মানুষের সমাজ ও পরিবেশের ক্ষতি করে, তাই হল দুর্যোগ। সুতরাং সাধারণভাবে বলা যায়, প্রাকৃতিক বা মানব সৃষ্ট যে সব আকস্মিক বা ধীর ঘটনা মানব সমাজ সহ সমগ্র জনগোষ্ঠীকে বিপর্যস্ত করে এবং কখনো কখনো এই পরিস্থিতিকে সাময়িক ভাবে কাটিয়ে ওঠা আক্রান্ত জনগোষ্ঠীর পক্ষে সাময়িকভাবে অসম্ভব হয়ে পড়লে তাকে দুর্যোগ বলে।

শ্রেণিবিভাগ:

দুর্যোগ তিন প্রকারের হয়- প্রাকৃতিক দুর্যোগ, অর্ধ-প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ।

বৈশিষ্ট্য:

দুর্যোগের-এর সাধারণ কিছু বৈশিষ্ট্য হল

  1. দুর্যোগ হল প্রাকৃতিক, ভূমিরূপগত, ভূ-তাত্ত্বিক এবং সাংস্কৃতিক উপাদানের সংযুক্ত ক্রিয়া।
  2. দুর্যোগ সাধারণত ক্ষুদ্র স্কেলে বা স্বল্প মাত্রায় ঘটে।
  3. দুর্যোগ স্বল্প পরিসরে ও স্থানীয় এলাকায় ঘটে থাকে।
  4. দুর্যোগ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করলেও অল্পবিস্তর জীবনযাত্রার গতিকে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত এমনকি স্তব্ধ করে দেয়।
  5. দুর্যোগে ব্যাপক মাত্রায় ক্ষতি না হলেও সামাজিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের অল্পবিস্তর ক্ষতি হয়।
  6. উপযুক্ত আধুনিক পরিকল্পনার মাধ্যমে কোনো কোনো দুর্যোগকে সাময়িক ভাবে নিয়ন্ত্রণ ও বন্ধ করা যায়। 

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।