দুর্যোগ হিসাবে হিমানী সম্প্রপাতের পরিচয় দাও ?

0
প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ হিসাবে হিমানী সম্প্রপাতের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। প্রাকৃতিক বিপর্যয় হিসাবে দুর্যোগ হিসাবে হিমানী সম্প্রপাত এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ হিসাবে হিমানী সম্প্রপাতের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

সংজ্ঞা:

খুব সংক্ষেপে বলা যায়, হিমবাহ প্রবাহিত পার্বত্য ঢালের যেখানে হঠাৎ খাড়াভাবে নীচে নেমে গেছে- সেখানে বিপুল পরিমাণ হিমরাশি কোটি কোটি টন প্রস্তরখণ্ডসহ উচ্চস্থান থেকে নিম্নে জলপ্রপাতের মতো প্রবলবেগে আছড়ে পড়লে তাকে হিমানী সম্প্রপাত বলে।

শব্দের উৎপত্তি:

হিমানী সম্প্রপাত বা তুষারধসকে ইংরেজিতে Avalanche বা Ice Avalanche (আইস অ্যাভালাশ) বলে। এটি একটি ফরাসি শব্দ। ফরাসি ‘Avaler’ = Descend, নামা (Aval = To The Valley, উপত্যকাতে নামা) বা পতিত হওয়া বা স্খলন হওয়া ৷

সময়:

শীত ঋতুতে ও বসন্ত ঋতুতে হিমানী সম্প্রপাত বেশি ঘটে থাকে।

কারণ:

  1. হিমানী সম্প্রপাত ঘটার প্রধান কারণগুলি হল
  2. অভিকর্ষ বলের প্রভাবে বা টানে (gravity);
  3. তুষার বা হিমবাহ পর্বতের যে ঢাল বরাবর নীচে ভেঙে পড়ে সেই ঢালের পাদদেশে সঞ্চিত তুষারের অধঃক্ষয় কার্যের (undercutting) ফলে;
  4. তুষার বা ভগ্নশিলাস্তূপ (snow or debris, ডেব্রিস) -এর ছিদ্রের (pores) মধ্যে জলপ্রবেশ করে যে চাপের সৃষ্টি হয় তার ফলে শিলা বা তুষার ভেঙে পড়ে।
  5. ভূমিকম্প।

প্রকারভেদ:

হিমানী সম্প্রপাত নিম্নলিখিত প্রকারের হয় 

পাউডার হিমানী সম্প্রপাত (Powder Avalanche):

তুষাররাশি উচ্চস্থান থেকে নিম্নে পড়তে থাকলে তাকে পাউডার হিমানী সম্প্রপাত বলে।

 স্ল্যাব হিমানী সম্প্রপাত (Slab Avalanche):

অনেক সময় পুরানো তুষার আংশিক গলে এবং পুনরায় হিমায়ন প্রক্রিয়ার মাধ্যমে বা বায়ু প্রবাহে জমাট বেঁধে ও দৃঢ় সংযুক্ত হয়ে স্ল্যাবে [চাঙ] পরিণত হয়। পরে গোটা স্ল্যাবটি এভাবে বারবার তৈরি হয় ও ভেঙে পড়লে তাকে স্ল্যাব হিমানী সম্প্রপাত বলে।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।