কৃষিকার্য (agriculture):
- সংজ্ঞাঃ মানুষ যে প্রচেষ্টার দ্বারা জমি চাষ করে ফসল এবং অন্যান্য উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তাকে কৃষিকার্য (Agriculture) বলে । বিশিষ্ট অর্থনীতিক ভূগোলবিদ জিম্যারমান – এর মতে, “কৃষিকার্য হলো মানুষের সেই সমবেত উৎপাদন প্রক্রিয়া, যা ভূপৃষ্ঠে বসবাসকারী মানুষ উদ্ভিদ ও প্রাণীজগতের স্বাভাবিক জন্ম-বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজ চাহিদা পূরণের উদ্দেশ্যে উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করার চেষ্টা করে“। এই সংজ্ঞা বিশ্লেষণ করলে বোঝা যায় যে, কৃষিকাজ বলতে কেবলমাত্র কৃষিজ ফসল উৎপাদনকেই বোঝায় না, তার সঙ্গে প্রাণীজ সম্পদ উৎপাদনকেও বোঝানো হয় । ফসল উৎপাদনের পাশাপাশি বর্তমানে পশুপালন, লাক্ষা ও রেশমকীট প্রতিপালন, দুগ্ধ ও পশম উৎপাদন, কীটপতঙ্গ নিধন, আগাছা নিবারন, জলসেচ, কৃষিজ ফসল সংরক্ষণ ও বিক্রয়, কৃষি গবেষণাগার, কৃষি ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিষয়াবলীও কৃষিকার্যের অন্তর্গত ।
- কৃষিকাজের শ্রেণিবিভাগঃ কৃষিকার্য হলো সমগ্র বিশ্বব্যাপি বন্টিত, সময় ও পরিস্থিতির সাথে সাথে বিবর্তিত হয়ে আসা প্রাথমিক কার্যাবলী । নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর শ্রেণিবিভাগ করা হল –
- আর্দ্রতা অনুসারে –
- আর্দ্র কৃষি
- শুষ্ক কৃষি
- সেচন কৃষি
- মালিকানা অনুসারে –
- ব্যক্তিগত খামার কৃষি
- যৌথ খামার কৃষি
- রাষ্ট্রীয় খামার কৃষি
- জনসংখ্যার চাপ অনুসারে –
- নিবিড় কৃষি
- ব্যাপক কৃষি
- প্রাকৃতিক ও আর্থ-সামাজিক ব্যবস্থা অনুসারে –
- আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি
- অস্থায়ী আদিম আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি
- স্থায়ী আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি
- নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষি
- ব্যাপক বানিজ্যিক কৃষি
- আধুনিক কৃষি
- মিশ্র কৃষি
- দুগ্ধ কৃষি
- শষ্য খামার
- ভূ-মধ্যসাগরীয় কৃষি
- উদ্যান কৃষি বা হর্টিকালচার
- দানাশষ্য খামার
- তুলাচাষের খামার
- বানিজ্যিক পশুচারণ
- কৃষি বনসৃজন
- সিলভিকালচার
- আরবারিকালচার
- শক্তি আবাদ
- অন্যান্য কৃষি বনসৃজন
- বাগিচা কৃষি
- পানীয় ফসল বাগিচা কৃষি
- ফল বাগিচা কৃষি
- শিল্পভিত্তিক কাঁচামাল বাগিচা কৃষি
- আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি
- ফলন অনুসারে –
- একফসলি কৃষি
- দো-ফসলি কৃষি
- বহু ফসলি কৃষি
- ইন্টারকালচার
- আর্দ্রতা অনুসারে –
বিঃদ্রঃ উপরে উল্লিখিত শিরোনামগুলি সম্পর্কে বিস্তারিত পড়ার জন্য ঐ নির্দিষ্ট টপিকের উপরে ক্লিক করতে হবে ।