ভারতে জলসেচের গুরুত্ব লেখ।
ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ ভারত । তাই স্বাভাবিকভাবেই ভারতে জলসেচের গুরুত্ব তাৎপর্যপূর্ণ । নিচে ভারতে জলসেচের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হল –১. অনিশ্চিত মৌসুমি বৃষ্টিপাতঃ ভারত মৌসুমি জলবায়ুর দেশ । কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবাধীন অন্যতম বৈশিষ্ট্য হল তা প্রত্যেকবার নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে বৃষ্টিপাত ঘটায় না । পাশাপাশি প্রত্যেকবারই বৃষ্টিপাতের পরিমাণেরও তারতম্য দেখা যায় । …