কৃষির অর্থনৈতিক গুরুত্ব কি ?

0
কৃষির অর্থনৈতিক গুরুত্ব লেখ ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা এই বিষয়টি ভালো ভাবে অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। কৃষির অর্থনৈতিক গুরুত্ব এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

কৃষির অর্থনৈতিক গুরুত্ব লেখ ?

পৃথিবীতে এমন অনেক দেশ আছে , যেখানে বিশেষ কোনাে শিল্প নেই । কিন্তু পৃথিবীতে এমন কোনাে দেশ নেই , যেখানে ভূমি কর্ষিত হয় না , অর্থাৎ , কৃষিকাজ হয় না । প্রাথমিকভাবে কৃষিকাজ যে কোনাে দেশের অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ । একারণে , কৃষির অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম । নীচে কৃষির অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করা হল

  1. মানুষের অপরিহার্য দ্রব্যের জোগানঃ মানুষের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় দ্রব্য হল খাদ্য ও পানীয় , বস্ত্র এবং আশ্রয় । কৃষিক্ষেত্র থেকে মানুষ জীবনধারণের মূল উপকরণ— কার্বোহাইড্রেট , স্নেহ ও প্রােটিন জাতীয় খাদ্য পায় । বিভিন্ন খাদ্যশস্য , যেমন— ধান , গম , জোয়ার , মিলেট এবং শাকসবজি , ফল – মূল , মাছ – মাংস , দুধ , ডিম ইত্যাদি প্রােটিন খাদ্য কিংবা চা কফি ইত্যাদি পানীয় কৃষিক্ষেত্র জোগান দেয় । জনসংখ্যার উত্তরােত্তর বৃদ্ধির ফলে এই সব খাদ্যের চাহিদা বেড়েছে । আধুনিক কৃষি পদ্ধতির সাহায্যে এইসব খাদ্যদ্রব্যের উৎপাদনের সঙ্গে জোগানও বৃদ্ধি পেয়েছে । পরিধেয় বস্ত্র ও বাড়ি ঘর নির্মাণের উপকরণ ( তুলা , পাট , বাঁশ কাঠ , খড় ইত্যাদি ) কৃষিক্ষেত্র থেকেই পাওয়া যায় ।
  2. পশুখাদ্যের জোগানঃ মিশ্র কৃষি – ব্যবস্থায় উন্নত পদ্ধতিতে পশুপালন করা হয় । পশুখাদ্যের উৎপাদন ও জোগানের উপর উন্নত পশুপালন নির্ভর করে । উন্নত দেশগুলি পশুখাদ্যের জন্য জমিতে যব , ভুট্টা , জোয়ার , বাজরা , আলফালফা , ক্লোভার , প্রভৃতি শস্য চাষ করে । উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিতে জনসংখ্যার চাপ বেশি থাকায় কৃষিজমিতে প্রধানত খাদ্যশস্য ও অর্থকরী শস্যের চাষ হয় ।
  3. কৃষিকাজ শিল্পের কাঁচামালের উৎসঃ কার্পাস – বয়ন শিল্প , পাট শিল্প , চা শিল্প , কফি শিল্প , ভােজ্য তেল উৎপাদন শিল্প , খাদ্য – প্রক্রিয়াকরণ শিল্প প্রভৃতি কৃষিনির্ভর । ফলে , কৃষিনির্ভর শিল্পগুলির উন্নতির ক্ষেত্রে কৃষিকাজের গুরুত্ব অপরিসীম ।
  4. সহযােগী শিল্পের উন্নতিতে কৃষির ভূমিকাঃ কৃষিকে ঘিরে অন্যান্য বহু শিল্পের বিকাশ ঘটেছে । যেমন- রাসায়নিক সার শিল্প , কীটনাশক ও আগাছানাশক দ্রব্য উৎপাদন শিল্প , ট্রাক্টর , হারভেস্টর , পাম্প সেট ইত্যাদি যন্ত্রশিল্পের বিকাশ ঘটেছে । ফলে , কৃষির উন্নতির সঙ্গে শিল্পের প্রসারও ঘটেছে ।
  5. কৃষিকাজ কর্মসংস্থানের উৎসঃ প্রত্যক্ষ ও পরােক্ষভাবে বহু মানুষ কৃষির উপর নির্ভরশীল । উন্নত দেশ অপেক্ষা উন্নয়নশীল দেশগুলির ( ভারত , বাংলাদেশ , পাকিস্তান , শ্রীলঙ্কা ইত্যাদি ) অধিকাংশ মানুষ কৃষিকাজের দ্বারা জীবিকানির্বাহ করে । বর্তমানে ভারতে প্রায় ৬৬ শতাংশ মানুষ কৃষিতে নিযুক্ত আছে ।
  6. কৃষিকাজ জাতীয় আয়ের উৎসঃ অধিকাংশ দেশের মােট জাতীয় আয়ের একটি বিরাট অংশ কৃষিক্ষেত্র থেকে আসে । বর্তমানে ভারতের মােট জাতীয় আয়ের ৩০ ৩৫ শতাংশ কৃষি ও কৃষি – সংশ্লিষ্ট উৎপাদন থেকে আসে ।
  7. বাণিজ্যের প্রসার ও বৈদেশিক মুদ্রা উপার্জনঃ উদ্বৃত্ত কৃষিজাত দ্রব্য বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটায় । এর থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন হয় , যা দেশের অর্থনৈতিক ভিতকে সুদৃঢ় করে । অর্থনৈতিক উন্নয়ন ঘটলে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয় ।
  8. গবেষণামূলক কাজের সুযােগ বৃদ্ধিঃ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি – উৎপাদন বৃদ্ধির প্রয়ােজনীয়তা দেখা দিয়েছে । এজন্য উন্নত প্রথায় চাষ – আবাদের জন্য কৃষি – গবেষণার কাজে বহু মানুষ নিযুক্ত আছে । গবেষণা থেকে উচ্চফলনশীল বীজ , সংকর পদ্ধতি, উন্নত ও পরিবেশবান্ধব কীটনাশক প্রভৃতি আবিষ্কৃত হয়েছে ।

উপরোক্ত অংশ নিয়ে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্য হলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদের কেও সাহায্য করুন। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।