আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো ?
তোমাদের মনে হতে পারে বজ্রকে সুপরিকল্পিতভাবে ব্যবহারের প্রয়োজনীয়তা কি? এগুলি তাহলে জেনে নেওয়া যাক-
- বর্জ্য পুনর্ব্যবহার শক্তি: আমরা পরিকল্পনা করে ব্যবহার করলে তা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। যেমন- পৃথিবীর বিভিন্ন বড়ো শহরের বিভিন্ন আবর্জনা থেকে কোনো চুল্লিতে উচ্চ তাপমাত্রায় ইথানল জাতীয় তরল তৈরি করে একদিকে যেমন নতুন নতুন বস্তু তৈরি হয়, তেমনি বিদ্যুৎ উৎপাদনও সম্ভব।
- পুনঃচক্রীকরণ বা পুনর্ব্যবহার: কিছু বর্জ্য ব্যবহারের পর ফেলে না দিয়ে তাকে আরও ব্যবহারোপযোগী করাকে বর্জ্য পুনঃচক্রীকরণ বলে। এই পুনঃচক্রীকরণের ফলে সম্পদের অপচয় অনেকটা কম করা যায়। যেমন- এক মেট্রিক টন কাগজ যদি পুনর্ব্যবহার করি তাহলে আমরা 20টি বড়ো গাছকে বাঁচাতে পারি।
- সুন্দর ও স্বচ্ছ পরিবেশ: বর্জ্য নানাভবে পরিবেশদূষণ ঘটায়। আমরা যদি বর্জ্যগুলির সঠিক ব্যবস্থাপনা করতে পারি তাহলে পরিবেশ সুন্দর ও স্বচ্ছ থাকে। যেমন- পলিথিন হলো পরিবেশের প্রধান শত্রু। তাই সর্বোচ্চ ন্যায়ালয় আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, পলিথিন দূষণের প্রভাব পারমাণবিক বোমার চেয়েও ভয়ংকর।
- বিপজ্জনক বর্জ্য থেকে স্বাস্থ্যের রক্ষা: যেসব বর্জ্যবস্তু মানুষসহ প্রাণীর ভয়ংকর ক্ষতি করে, তাকে বিপজ্জনক বর্জ্য বলে। যেমন- ইলেকট্রনিকস বর্জ্য (E-waste) মানুষের ক্যানসার, স্নায়ুরোগ ঘটায়। একটি 14 ইঞ্চি কম্পিউটারের মনিটরে 2-5 কেজি সিসা ব্যবহৃত হয়। সিসা মানুষের স্নায়ুর ভয়ংকর ক্ষতি করে। তেজস্ক্রিয় বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা গ্রহণ না করলে ভয়ংকর ক্ষতি হয়। যেমন- 1984 খ্রিস্টাব্দের 2-3 ডিসেম্বর ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত MIC গ্যাস (মিথাইল আইসোসায়ানেট) নির্গত হয়ে বহু মানুষ মারা যায় । যা ভোপাল গ্যাস ট্রাজেডি নামে পরিচিত।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।