ভূপাল বিপর্যয় ?

0
'ভূপাল বিপর্যয়' কাকে বলে?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভূপাল বিপর্যয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

‘ভূপাল বিপর্যয়’ কাকে বলে?

ইউনিয়ন কার্বাইড নামে একটি বহুজাতিক সংস্থা ভূপালে ‘মিক প্লান্ট’ (Micplant) থেকে কার্বারিল (সেভিন) নামে এক ধরনের কীটনাশক তৈরি করত। 1984 সালের 3 ডিসেম্বর ওই কারখানায় ঘটে শতাব্দীর ভয়াবহ দুর্ঘটনা।

মিথাইল আইসোসায়ানেট বা ‘মিক’ একটি দাহ্য, উদ্বায়ী ও অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ যা থেকে তৈরি হয়। সেভিন নামে কীটনাশক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার সময় এই মিক প্রচুর তাপ উৎপন্ন করে, ফলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। এই ধর্মের জন্য পদার্থটিকে 0°C তাপমাত্রায় স্টেনলেস স্টীলের পাত্রে রেফ্রিজারেটর কক্ষে রাখা হয়। দুর্ঘটনার দিন রেফ্রিজারেটর বিফল হয়ে যাওয়ার ফলে মিক তরলের চাপ বৃদ্ধি পায় এবং সতকর্তা অবলম্বন করার আগেই গ্যাস আকারে ট্যাঙ্ক থেকে বেরোতে শুরু করে এবং পরিবেশ সাংঘাতিকভাবে দূষিত হয়।

মিক গ্যাসের বিষক্রিয়ায় কয়েক হাজার মানুষ মারা যায় এবং প্রায় 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুসফুস, কিডনি, হার্ট সংক্রান্ত অসুখে অনেকেই আক্রান্ত। এই দুর্ঘটনাই ইতিহাসে ‘ভূপাল ট্র্যাজেডি’ বা ‘ভূপাল দুর্ঘটনা’ নামে পরিচিত।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।