ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও প্রভাব ?

0
ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব লেখো ?

 মাটি থেকে অতিরিক্ত পরিমাণে জল তুলে নিলে নানা সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলি তোমরা জেনে নাও – 

  1. মৃত্তিকার গুণমানের অবনমন: ভূমির ওপর অধিক জল অধিক দিন ধরে সঞ্চিত হয়ে থাকলে সেখানকার মৃত্তিকা জলা মৃত্তিকাতে (যেমন- বগ, মাস, পিট মৃত্তিকা) রূপান্তরিত হয়। 
  2. মৃত্তিকার রাসায়নিক পরিবর্তন: মৃত্তিকার ওপরে বা ভূমিভাগে বিশেষ করে কৃষিভূমিভাগে জল বেশি থাকার ফলে জলের হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে মৃত্তিকা অম্লধর্মী হয়। ফলে ফসলের অণুখাদ্য গ্রহণে বাধার সৃষ্টি হয়। 
  3. নাইট্রোজেন সংশ্লেষে বাধা: কৃষিজমিতে অধিক দিন জল জমে থাকলে কেঁচো, রাইজোবিয়াম, অণুজীবেরা বাতাস থেকে মাটিতে N, সংশ্লেষ 2 করতে পারেনা, ফলে মাটির উর্বরতা শক্তি হ্রাস পায়। 
  4. মাটির লবণতা বৃদ্ধি: কৃষিতে অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে জমি লবণাক্ত হয়ে পড়ে।  
  5. আর্সেনিক দূষণ: মৃত্তিকা থেকে অতিরিক্ত ভৌমজল তোলা হলে জলে আর্সেনিক দূষণের পরিমাণ বেশি হয়। যেমন- পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা, নদিয়া ও মুরশিদাবাদ এবং মালদহ জেলার দক্ষিণাংশে অতিরিক্ত জলসেচের কারণে ভয়ংকর আর্সেনিক দূষণ ঘটেছে। দীর্ঘদিন ধরে আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে মানব দেহে আর্সেনিকোসিস রোগ হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।