আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভূমিরূপ সৃষ্টিতে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ভূমিরূপ সৃষ্টিতে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও ?
পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া:
সংজ্ঞা:
বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাবিশিষ্ট ভূমিরূপের ক্রমশ একটি সমতা বা সামঞ্জস্য এনে একটি সাধারণতল বা পৃষ্ঠ গঠিত হয়। এই কারণে ভূবিজ্ঞানী চেম্বারলিন ও সালিসবেরি (1904) বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া বলেছেন।
পর্যায়িত ঢাল:
পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়ায় ভূমি পর্যায়িত ঢাল (Graded Slope ) -এ পরিণত হয়। আমেরিকান ভূমিরূপবিদ কার্ল গিলবার্ট (1848-1918 ) সর্বপ্রথম পর্যায়িত ঢাল-এর কথা বলেন বা পর্যিত ঢাল-এর ধারণা দেন। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে উঁচুনীচু বা অনিয়মিত ভূমিভাগ ক্ষয় বা সঞ্জয় কার্যের মধ্য দিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণ বা সমান তলে পরিণত হলে সেইসব প্রক্রিয়াকে একত্রে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া বলে।
প্রক্রিয়া:
পর্যায়ন দুটি প্রক্রিয়ায় সংঘটিত হয়- অবরোহণ ও আরোহণ।
অবরোহণ:
যেসব বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে ক্রমশ নীচু হয়ে যায়, সেইসব প্রক্রিয়াকে একত্রে অবরোহণ বলে।
আরোহণ:
ক্ষয় হলে তার সঞ্চয় থাকবেই। সুতরাং ক্ষয়ের অবশ্যম্ভাবী ফল হল সঞ্চয়। সঞ্চয় হল ক্ষয়ের পরিপূরক। যেসব বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের নীচু অংশগুলি ক্ষয়জাত পদার্থের দ্বারা ক্রমশ ভরাট হয়ে ভূমিভাগ তুলনামূলকভাবে সামান্য উঁচু হয়, সেইসব প্রক্রিয়াকে একত্রে আরোহণ বলে। জন ওয়েসলি পাওয়েল ভূপৃষ্ঠের আরোহণ, অবরোহণ প্রক্রিয়ার সুন্দর ব্যাখ্যা দেন।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।