ভূমিদূষণের ক্ষতিকর প্রভাব ?

0
ভূমিদূষণের কয়েকটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভূমিদূষণের কয়েকটি ক্ষতিকর প্রভাব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ভূমিদূষণের কয়েকটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ?

ভূমিদূষণের নানা ক্ষতিকর প্রভাব রয়েছে। যেমন-

  1. বিভিন্ন রকম আবর্জনা ও বর্জ্য পদার্থে যে সমস্ত দস্তা, সিসা, তামা কিংবা পারদঘটিত উপাদান থাকে তা মাটির উর্বরতা শক্তিকে নষ্ট করে দেয়।
  2. মাটির অম্লত্ব, ক্ষারকীয়তা প্রভৃতি গুণের পরিবর্তন হয়।
  3. বেশির ভাগ উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়।
  4. রাসায়নিক সার ও কীটনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে ফসলের খাদ্যগুণ হ্রাস পায় এবং একই সঙ্গে মানুষের শরীরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
  5. অপুষ্টিজনিত রোগ, স্নায়বিক রোগ, চোখের অসুখ, এমনকি ক্যানসার পর্যন্ত হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।