বায়ুশক্তির সুবিধা ?

0
বায়ুশক্তির সুবিধাগুলি উল্লেখ করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। বায়ুশক্তির সুবিধা এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

বায়ুশক্তির সুবিধাগুলি উল্লেখ করো ?

বায়ুশক্তির সুবিধা:

  1. অফুরন্ত শক্তি: এটি প্রবহমান ও অফুরন্ত শক্তি। ব্যবহারে নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নেই।
  2. পৌনঃপুনিক ব্যায়: এই বিদ্যুৎ কেন্দ্রস্থাপনে প্রাথমিক ব্যয় বেশি হলেও পৌনঃপুনিক ব্যয় প্রায় নেই বললেই চলে।
  3. স্থাপন সহজ: এই বিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্র সহজে গড়ে তোলা যায় এবং সময়ও কম লাগে।
  4. প্রায় সর্বত্র লভ্য: এই প্রকার বিদ্যুৎকেন্দ্র পৃথিবীর প্রায় সর্বত্রই স্থাপন করা যায়, যেখানে বায়ু প্রবাহ বিদ্যুৎ উৎপাদনে উপযোগী থাকে।
  5. সহজ প্রযুক্তি: সহজ প্রযুক্তিতে এই বিদ্যুৎ উৎপাদন করা যায়।
  6. সহজলভ্য উৎস: এই শক্তি উৎপাদনের কাঁচামাল মূল্যহীন ও সহজলভ্য।
  7. দূষণমুক্ত: এই বিদ্যুৎশক্তি উৎপাদনে ও ব্যবহারে পরিবেশ দূষণপ্রায় হয় না বললেই চলে।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।