অপ্রচলিত শক্তি বিকাশের কারণ ?

0
অপ্রচলিত শক্তি বিকাশের কারণগুলো লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। অপ্রচলিত শক্তি বিকাশের কারণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

অপ্রচলিত শক্তি বিকাশের কারণগুলো লেখো ?

অপ্রচলিত বা অচিরচরিত শক্তির সুবিধা বা অধিক গুরুত্ব দেওয়ার কারণ বা অপ্রচলিত শক্তির বিকাশের কারণ 

অপ্রচলিত শক্তি সম্পদের প্রধান সুবিধাগুলো হল:

  1. পুনর্ভব সম্পদ: অচিরাচরিত শক্তির উৎসসমূহ প্রকৃতির অফুরন্ত পুনর্ভব সম্পদ থেকে উৎপন্ন করা হয় বলে এগুলো বহু ব্যবহারেও নিঃশেষিত হয় না।
  2. পরিবেশ দূষণ মুক্ত: জলবিদ্যুৎ ব্যতীত চিরাচরিত শক্তি সম্পদ পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করলে পরিবেশ দূষিত হয়। কিন্তু বিকল্প প্রাকৃতিক শক্তি সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন পরিবেশ দূষণ মুক্ত।
  3. স্বল্প উৎপাদন ব্যয়: চিরাচরিত শক্তির উৎসসমূহ (ব্যতিক্রম জলবিদ্যুৎ) খনি থেকে আহরণ করতে হয় বলে আহরণ ব্যয় বেশি। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রে বয়ে নিয়ে যেতে হয় বলে পরিবহন ব্যয়ও বেশি। ফলে চিরাচরিত শক্তির উৎপাদন ব্যয় বেশি পড়ে। কিন্তু বিকল্প প্রাকৃতিক শক্তি ও অপ্রচলিত শক্তির উৎস ভূপৃষ্ঠের সর্বত্রই সহজলভ্য এবং পরিবহনের। কোনো প্রয়োজন হয় না বলে এর উৎপাদন ব্যয় অত্যন্ত কম।
  4. স্বল্প বাজার দর: অপ্রচলিত শক্তির উৎপাদন ব্যয় অত্যন্ত কম বলে এর বাজার দর অনেক কম।
  5. সুলভ প্রাপ্তি: চিরাচরিত শক্তি বা খনিজ সম্পদ ভূপৃষ্ঠের সর্বত্র পাওয়া যায় না। কিন্তু অপ্রচলিত শক্তির উৎস পৃথিবীর প্রায় সর্বত্রই সহজলভ্য।
  6. নিরাপদ ব্যবহার: চিরাচরিত শক্তির তুলনায় অপ্রচলিত শক্তর ব্যবহার অনেক বেশি সোজা ও নিরাপদ।
  7. স্বল্প মূলধন: অচিরাচরিত শক্তি ক্ষুদ্রাকারে ব্যবহার করা হয় বলে এই প্রকার শক্তি উৎপাদনে প্রচুর মূলধনের প্রয়োজন হয় না।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।