আদ্রতা ও অধঃক্ষেপণ ?

0
আদ্রতা ও অধঃক্ষেপণ কি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। আদ্রতা ও অধঃক্ষেপণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

আদ্রতা ও অধঃক্ষেপণ কি ?

জলচক্রের ধারণা:

জলমণ্ডল বা সমুদ্রভাগের জল বাষ্পাকারে বায়ুমণ্ডলে মেশে, সেখান থেকে অধঃক্ষেপণরূপে ভূপৃষ্ঠে পতিত হয়, তা থেকে ভূগর্ভ ও নদীপথে জলের সমুদ্রে প্রত্যাবর্তন ঘটে। এভাবে অবিরামভাবে চক্রাকারে জলের আবর্তনকেই জলচক্র বলে।

বৈশিষ্ট্য:

  • জলচক্র বাষ্পীভবন, ঘনীভবন ও অধঃক্ষেপণ- এই তিনটি পর্যায়ে হয়।
  • জলচক্রের মাধ্যমে পরিবেশের উপাদানগুলি নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। 

গুরুত্ব:

  • জলচক্রের মাধ্যমেই শিলামণ্ডলে জলের বণ্টন সম্ভব হয়েছে।
  • জলচক্র আছে বলেই জীবজগৎ তার প্রয়োজনীয় জল পায় ৷
  1. বাষ্পীভবন: জলচক্রের প্রধান উৎস জলীয় বাষ্প আর প্রকৃতি থেকে যে প্রক্রিয়ায় জল তরল কিংবা কঠিন অবস্থা থেকে উয়তার প্রভাবে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে সেই প্রক্রিয়াকেই বাষ্পীভবন বলে। বাষ্পীভবনের হার মাপার যন্ত্রের নাম অ্যাটমোমিটার।
  2. আর্দ্রতা: বাতাসের জলীয় বাষ্পের পরিমাণই হলো আর্দ্রতা অধিক উদ্ধৃতাযুক্ত স্থানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই ওই বায়ু অধিক আর্দ্র শীতল অঞ্চলের বায়ুর উষুতা কম বলে আর্দ্রতাও কম। আর্দ্রতা তিন প্রকারের-
    • চরম বা নিরপেক্ষ আর্দ্রতা: একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বলে। বায়ুতে প্রতি ঘনসেন্টিমিটার আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ওজন যত গ্রাম হয়, সেই গ্রাম দ্বারা চরম আর্দ্রতা প্রকাশ করা হয়। যেমন- 20 গ্রাম/ঘন সেন্টিমিটার।
    • বিশেষ আর্দ্রতা: কোনো বিশেষ বায়ুতে মোট আর্দ্র বায়ুর ভরের সঙ্গে জলীয় বাষ্পের ভরের যে অনুপাত তাকে বিশেষ আর্দ্রতা বলে। বিশেষ আর্দ্রতা প্রতি কিগ্রা আর্দ্র বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ওজন যত গ্রাম হয়, সেই গ্রাম দ্বারা প্রকাশিত হয়। যেমন – 25 গ্রাম / কিগ্রা।
    • আপেক্ষিক আর্দ্রতা: নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের ভরের সঙ্গে ওই উষ্ণতায় ওই বায়ুকে পরিপৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের যে অনুপাত, তাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। অর্থাৎ বিশেষ আর্দ্রতার সঙ্গে পরিপৃক্ত চরম আর্দ্রতার অনুপাতই আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা সর্বদাই শতকরা হিসাবে পূর্ণমানে করা হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।