উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য ?

0
উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের উপগ্রহের চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রী দের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর পেতে পারবে। বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ?

উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য গুলি হল নিম্নরূপ

  • দূর সংবেদন ব্যবস্থাঃ কৃত্রিম উপগ্রহে সংস্থাপিত সংবেদকের সাহায্যে দূর থেকে বস্তুর সংস্পর্শে না এসে সংগৃহীত তথ্য থেকে উপগ্রহ চিত্র পাওয়া যায় ।
  • ভিজিটাল তথ্যসংগ্রহঃ প্রত্যেক বস্তুই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট শক্তি বিকিরণ করে যা কৃত্রিম উপগ্রহের সেন্সর ডিজিটাল আকারে গ্রহণ করে ।
  • তথ্য সংরক্ষণঃ দূর সংবেদন ব্যবস্থায় পাওয়া তথ্য ডিজিটাল ও গ্রাফিক আকারে সংগৃহীত হয় এবং তথ্যাবলি কম্পিউটারের সাহায্যে সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায় ।
  • ছদ্মরঙের ব্যবহারঃ উপগ্রহ চিত্রে ছদ্মরং ( FCC ) ব্যবহার করা হয় । ফলে , ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুকে সহজেই পৃথকভাবে চিহ্নিত করা যায় এবং চিত্রের গােপনীয়তা বজায় থাকে ।
  • চিত্র সংগ্রহের সময়ঃ দিনেরবেলায় সূর্যালােকের ওপর নির্ভর করে বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণকে গ্রহণ করে ছবি তােলা যায় এবং রাতের বেলায় র‍্যাডারের সাহায্যে ছবি তােলা যায় । অর্থাৎ , উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সরের সাহায্যে তড়িৎ চৌম্বকীয় শক্তির বিন্যাসের মাধ্যমে সবসময় দিন ও রাত্রির উপগ্রহ চিত্র তোলা সম্ভব হয় ।
  • ত্রুটিহীনঃ উপগ্রহ চিত্র সাধারণত ৭০০ – ৩৬,০০০ কিমি উচ্চতা থেকে তােলা হয় । কৃত্রিম উপগ্রহগুলির উচ্চতা সর্বদা সমান থাকে বলে উপগ্রহ চিত্রের স্কেলে ত্রুটি লক্ষ করা যায় না ।
  • আবহাওয়ার পূর্বাভাসঃ উপগ্রহ থেকে ধারাবাহিকভাবে ছবি পাওয়া যায় বলে ভূপৃষ্ঠের ওপরে মেঘের অবস্থান বা বায়ুমণ্ডলীয় গােলােযােগ সম্পর্কে ধারণা পাওয়া যায় । এতে আবহাওয়া সংক্রান্ত ঘটনার পূর্বাভাস দেওয়া সম্ভব ।
  • দ্রুত তথ্য সংগ্রহঃ দূর সংবেদন ব্যবস্থার সাহায্যে খুব দ্রুত তথ্য সংগ্রহ করা যায় । জমি জরিপ বা ক্ষেত্র সমীক্ষার মতাে অনেক লােকের দরকার হয় না । ফলে এতে অনেক সময় সাশ্রয় ঘটে ।
  • সেন্সরের ব্যবহারঃ এই চিত্র প্রস্তুতিতে দু – ধরনের সেন্সর ব্যবহার করা হয় ।
  • পিক্সেলঃ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে । পিক্সেলের আকারের ওপর উপগ্রহ চিত্রের গুণগত মান বহুলাংশে নির্ভর করে
  • দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহঃ দুর্গম স্থানে যেখানে পায়ে হেঁটে পৌঁছােনাে সম্ভব হয় না , কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠের সেইসব দুর্গম অঞ্চলের ছবি তােলা যায়।
  • মানচিত্র অঙ্কনঃ উপগ্রহের মাধ্যমে বস্তুর প্রতিফলন প্রথমে সাংখ্যিক তথ্য ( Digital Data ) হিসেবে সংগ্রহ করা হয় । পরে কম্পিউটারের মাধ্যমে চিত্রগতরূপ দেওয়া হয় । এর সাহায্যে মানচিত্র আঁকা যায় ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে তাদের কেও সাহায্য করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত ভাবে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।