মালনাদ কি?

0
মালনাদ কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। মালনাদ কি বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

মালনাদ কি?

সংজ্ঞাঃ

কর্নাটক মালভূমির পশ্চিমদিকের ঢেউখেলানো উঁচুনিচু ভূমিভাগকে মালনাদ বলে । কন্নড় ভাষায় ‘ মাল ’ শব্দের অর্থ “ পাহাড় “ ও ‘ নাদ ‘ শব্দের অর্থ “ দেশ “ ।

অবস্থানঃ

এটি পশ্চিমঘাট পর্বতমালার পূর্বপাশে অবস্থিত । এই অঞ্চল উত্তর – পশ্চিম থেকে দক্ষিণ এবং দক্ষিণ – পূর্বে বিস্তৃত ৩২০ কিলোমিটার লম্বা ও ৩৫ কিলোমিটার চওড়া ।

বৈশিষ্ট্যঃ মালনাদ – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • এটি মূলত গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত ।
  • এই অঞ্চলের গড় উচ্চতা ৬০০ মিটারেরও বেশী ।
  • এটি প্রকৃতপক্ষে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি ।
  • এর উপরিভাগ তরঙ্গায়িত ।
  • এখানকার পাহাড়্গুলির চূড়া গোলাকার ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।