কয়াল কি?

0
কয়াল কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। কয়াল কি এই  বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

কয়াল কি?

সংজ্ঞাঃ

কেরালা রাজ্যের মালাবার উপকূলের অভ্যন্তরস্থ জলাভূমি ও উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল ( Kayal ) বলে ।

উদাহরণঃ ভেম্বানাদ ( প্রায় ৮০ কিমি দীর্ঘ ) হল ভারতের বৃহত্তম কয়াল । এছাড়াও অষ্টমুদি, কোট্টা , কায়মকুলাম , পুনামি প্রভৃতিও অন্যান্য উল্লেখযোগ্য কয়ালের উদাহরণ ।

উৎপত্তিঃ ভূ-আন্দোলন জনিত কারণে বারবার মালাবার উপকূলের উত্থান ও নিমজ্জন ঘটেছে । এই উত্থান-নিমজ্জনের ফলস্বরূপ এই অঞ্চলে কয়াল নামক অসংখ্য নিমজ্জিত জলাভূমি ও উপহ্রদ সৃষ্টি হয়েছে ।

বৈশিষ্ট্যঃ কয়াল – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • এগুলি অগভীর কিন্তু দীর্ঘ  ।
  • এগুলির একদিক স্থলভাগ দ্বারা আবদ্ধ, কিন্তু অপরদিক সমুদ্রে উন্মুক্ত ।
  • এগুলি মূলত লবণাক্ত জলের হ্রদ ।
  • জলপথ পরিবহণে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।