হিমালয়ের গিরিপথ সম্পর্কে লেখ ?

0
হিমালয়ের গিরিপথ সম্পর্কে লেখ ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা এই বিষয়টি ভালো ভাবে অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। হিমালয়ের গিরিপথ এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

হিমালয়ের গিরিপথ সম্পর্কে লেখ ?

হিমালয় অতিক্রম করা খুবই কষ্টকর , কারণ যে সকল হিমালয়ের গিরিপথ আছে সেগুলি অত্যন্ত সংকীর্ণ এবং সারা বৎসর তুষারপাতের ফলে দুর্গম থাকে । নিচে হিমালয়ের গিরিপথগুলোর নাম ও গন্তব্য তুলে ধরা হল

  • হিমাচল প্রদেশের কুলু উপত্যকা থেকে মানালি হয়ে রােহটাং ( ৪,৮০০ মিঃ ) ও বরলাচা ( ৪,৮০০ মিঃ ) গিরিপথ দিয়া লেহ শহরে পৌঁছান যায় ।
  • এখান থেকে কারাকোরাম গিরিপথ দিয়ে সিংকিয়াং যাওয়া যায় ।
  • শ্রীনগর থেকে জোজিলা ( ৩,৩০০ মিঃ ) গিরিপথ দিয়ে লেহ যাওয়া যায় ।
  • লেহ থেকে কারাকোরামের সসার গিরিপথ দিয়া তুর্কিস্তানে যাওয়া যায় ।
  • বুর্জিল গিরিপথ দিয়ে শ্রীনগর থেকে গিলগিট হয়ে পামীরে যাওয়া যায় ।
  • সিমলা থেকে শতদ্রু – উপত্যকা ধরে সিপকি গিরিপথের মধ্য দিয়ে তিব্বতে আসা যায় ।
  • দার্জিলিং থেকে সিকিম ও চুম্বি – উপত্যকার মধ্য দিয়া একটি পথ লাসায় গেছে ।
  • সিকিম থেকে জেলেপলা ও নাথুলা গিরিপথ দিয়ে লাসায় যাওয়া যায় ।
  • পূর্ব – সীমান্তে কোহিমা থেকে টুজুর পথ , আনপথ , টোনগুপ পথ এবং ইম্ফল থেকে মণিপুরের পথ মায়ানমারে যাওয়ার জন্য প্রসিদ্ধ । আবার মায়ানমারের লিডাে থেকে মিংকিয়ানা , ভামাে ও টেপিং উপত্যকা দিয়ে একটি বড় রাস্তা চীনে গেছে ।
  • পিরপঞ্জলের মধ্য দিয়ে পিরপঞ্জল গিরিপথ ( ৩,৪৯৪ মিঃ ) , বুন্দিলপীর গিরিপথ ( ৪,২০০ মিঃ ) ও বানিহাল গি রপথ ( ২,৮৩২ মিঃ ) বিস্তৃত । বানিহাল গিরিপথ ( জওহর সুড়ঙ্গ ) ২৫৬ কিলােমিটার দীর্ঘ এবং এটি কাশ্মীর – উপত্যকার সাথে সারাবৎসর যােগাযােগ রক্ষা করছে ।

উপরোক্ত অংশ নিয়ে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্য হলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদের কেও সাহায্য করুন। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।