সংজ্ঞাঃ পাশাপাশি অবস্থিত দুটি প্রতিবেশী দেশের মধ্যে যখন একটি দেশের কিছু ছােটো ছােটো জনপদ বা এলাকা অপর দেশের সীমানার মধ্যে থেকে যায় তখন ওই অঞ্চলকে ওই প্রতিবেশী দেশের ছিটমহল বলে ।
ছিটমহল সৃষ্টিঃ ইংরেজ শাসনের অবসানের পর ১৯৪৭ সালে ভারত ভাগের সময় র্যাডক্লিফের মানচিত্র বিভাজনের মধ্য দিয়ে ছিটমহলের উৎপত্তি । তৎকালীন ভারতের কোচবিহারের কোচরাজার জমিদারির আটটি অঞ্চল ( পঞ্চগড় , ডিমলা , দেবীগঞ্জ , পাটগ্রাম , হাতিবাধা , লালমণির হাট , ফুলবাড়ি ও ভুরুঙ্গামারী ) দেশভাগের ফলে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের সীমানার মধ্যে পড়ে যায় এবং বাংলাদেশের কিছু ভূখণ্ড ভারতের সীমানার মধ্যে থেকে যায় । এই ভূখণ্ডগুলিই ছিটমহল নামে পরিচিত । ভারত ও বাংলাদেশের মধ্যে এরূপ ১৬২ টি ছিটমহল ছিল ।
ছিটমহল বিনিময়ঃ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যের এই ১৬২ টি ছিটমহল ২০১৫ সালের ৭ই মে ভারতীয় পার্লামেন্টে আইন পাসের বিনিময়ের ব্যবস্থা করা হয় । এই উপলক্ষে ২০১৫ সালে ৬ই জুন উভয় দেশের প্রধানমন্ত্রী ঢাকায় ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন । এই চুক্তিতে স্থির হয় ভারত ৫১ টি ( ৭১১০ একর ) এবং বাংলাদেশ ১১১ টি ( ১৭১৬০ একর ) ছিটমহল পাবে । সেই অনুযায়ী ২০১৫ সালের ৩১শে জুলাই রাত্রি ১২ টায় উভয় দেশের মধ্যে এই ছিটমহল বিনিময়ের কাজ সম্পূর্ণ হয় ।