শিপিং লেন কী ?

0
শিপিং লেন (Shipping Lane) কী ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা এই বিষয়টি ভালো ভাবে অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। শিপিং লেন কী এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

শিপিং লেন (Shipping Lane) কী ?

সংজ্ঞাঃ

মহাসমুদ্রে যে নির্দিষ্ট পথ ধরে জাহাজগুলি যাতায়াত করে , তাকেই শিপিং লেন (Shipping Lane) বলে । মহাসমুদ্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব হ্রাসের উদ্দেশ্য জাহাজগুলি মহাবৃত্ত পথ ধরেই যাতায়াত করে । কেবলমাত্র জাহাজ চলাচলের প্রতিবন্ধকগুলির উপস্থিতির কারণে এদের পথগুলির মধ্যে সামান্য পরিবর্তন দেখায়

উদাহরণঃ

পৃথিবীতে ৯ টি উল্লেখযােগ্য শিপিং লেন বা সমুদ্র পথের অবস্থান দেখা যায় । এগুলি হল

  1. উত্তর আটল্যান্টিক সমুদ্রপথ ।
  2. পশ্চিম ইউরােপ – ভূমধ্যসাগর – ভারত মহাসাগর সমুদ্রপথ ।
  3. উত্তমাশা অন্তরীপ সমুদ্রপথ ।
  4. প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ আমেরিকা – উত্তর আমেরিকা – ইউরােপ সমুদ্রপথ।
  5. আটলান্টিক – দক্ষিণ আমেরিকা পূর্ব উপকূল সমুদ্রপথ।
  6. পশ্চিম উপকূলীয় উত্তর আমেরিকার সমুদ্রপথ
  7. পূর্ব পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপথ ।
  8. ক্যারিবিয়ান উপসাগরীয় সমুদ্রপথ
  9. উপসাগরীয় – উত্তর আমেরিকার পূর্ব উপকূলীয় সমুদ্রপথ ।

এদের মধ্যে উত্তর আটলান্টিক সমুদ্রপথ হলো পৃথিবীর সর্বাপেক্ষা ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।

উপরোক্ত অংশ নিয়ে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্য হলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদের কেও সাহায্য করুন। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।