শেয়ার করুন
সংজ্ঞাঃ কৃষিজমিতে খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি গাছ লাগিয়ে বৃক্ষজাত সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিকে কৃষি বনসৃজন (Agroforestry) বলে ।
উপযুক্ত গাছঃ আম, পেয়ারা, লিচু, নিম, কালমেঘ, কুল প্রভৃতি ।
উদ্দেশ্যঃ কৃষি বনসৃজন (Agroforestry) – এর উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ-
- ক) কৃষকের কৃষিজাত উৎপাদন ও মুনাফা বৃদ্ধি করা ।
- খ) কৃষকের একফসলজনিত ঝুঁকি কমানো ।
- গ) কৃষিজমিতে ভূমিক্ষয় হ্রাস করা ।
- ঘ) কৃষিজমিতে জৈবসারের পরিমান বৃদ্ধি করা ।
- ঙ) পশুখাদ্যের জোগান বৃদ্ধি করা ।
- চ) ধীরে ধীরে পতিত জমিকে উৎপাদনশীল কৃষিজমিতে রূপান্তরিত করে তোলা ।
- ছ) কাঠের উৎপাদন বৃদ্ধি করা ।
- জ) কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করা ।
- ঝ) প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখা ।