সংজ্ঞাঃ বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে পরিবহণ ব্যয়ের গুরুত্ব অপেক্ষাকৃত কম হওয়ায় শিল্পকেন্দ্রগুলি যেমন উৎস অঞ্চলে গড়ে উঠতে পারে, তেমনই অন্যান্য সুযোগ সুবিধাহেতু দূরবর্তী কোনো স্থানেও সাবলীলভাবে গড়ে উঠতে পারে । তাই এইপ্রকার শিল্পগুলি শিকড় আলগা শিল্প (Footloose Industry) নামে পরিচিত ।
উদাহরণঃ কার্পাস বস্ত্রবয়ন শিল্প
বৈশিষ্ট্যঃ শিকড় আলগা শিল্প – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এইপ্রকার শিল্পের কাঁঁচামাল বিশুদ্ধ প্রকৃতির ।
খ) বিশেষ পরিবেশের উপর ভিত্তি করে শিল্পগুলি যত্রতত্র গড়ে উঠতে পারে ।
গ) বাজারকেন্দ্রিক অবস্থানের প্রতি এই শিল্পের বিশেষ প্রবণতা থাকে ।
Thank you for your writing📝