ভারত নদীমাতৃক দেশ কেন ?

0
ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভারতকে নদীমাতৃক দেশ কেন বলা হয় সেই সম্পর্কে আলোচনা করবো। বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় তারা সহজেই খুব ভালো নম্বর পেতে পারবে বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?

গঙ্গা , ব্রহ্মপুত্র , সিন্ধু , গােদাবরী , কৃষ্ণা , কাবেরী , নর্মদা , তাপী প্রভৃতি বড় বড় নদনদী ছাড়াও ভারতের বিভিন্ন অংশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য ছােট ছােট নদ – নদী । ভারতের নদীগুলি বছরে গড়ে ১৮৬৯০০ কোটি ঘনমিটার জল বহন করে ( প্রধান নদীগুলি ৮৫ % , মাঝারি নদীগুলি ৭ % ও ছােটো নদীগুলি ৪ % এবং অন্যান্য জলধারা ৪ % জল বহন করে । নিচে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন তা আলোচনা করা হল 

  • ছােট বড় মিলিয়ে অগণিত নদ – নদী সুদূর অতীত থেকে ভারতবাসীর জীবনধারার ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে রয়েছে । শুধু হরপ্পা – মহেঞ্জোদাড়াের মতাে প্রাচীন সভ্যতা ( সিন্ধুনদ তীরবর্তী ) নয় বা এলাহাবাদ , বারাণসীর মতাে প্রাচীন ধর্মস্থান ( গঙ্গা তীরবর্তী ) নয় , আধুনিক ভারতেরও অধিকাংশ শহর , নগর , জনপদ গড়ে উঠেছে কোনও না কোনও নদীর তীরে ।
  • জীবিকার ক্ষেত্রে দেখা যায় , বর্তমানে দেশের শতকরা প্রায় ৬০ থেকে ৭০ জন অধিবাসী কৃষিকাজের ওপর নির্ভরশীল । দেশের খাদ্য – বস্ত্রের উৎপাদন এবং অর্থনীতিও বহুলাংশে কৃষিনির্ভর । এত গুরুত্বপূর্ণ যে কৃষিকাজ , তার অধিকাংশ কেন্দ্রীভূত দেশের বিস্তীর্ণ নদী উপত্যকাগুলিতে ।
  • সকল শিল্পের মেরুদণ্ড হিসাবে পরিচিত লৌহ – ইস্পাত শিল্প পরিচালনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় , যে কারণে নদীর পার্শ্ববর্তী অঞ্চলেই লৌহ – ইস্পাত শিল্প গড়ে ওঠে । এছাড়াও, অন্যান্য কতকগুলি গুরুত্বপূর্ণ শিল্প যেমন – কার্পাস বয়ন শিল্প , চিনি শিল্প , পাট শিল্প প্রভৃতি কৃষিভিত্তিক শিল্পগুলিও পরােক্ষভাবে নদীর ওপর নির্ভরশীল ।
  • দেশের জলসেচ ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের নদ – নদীগুলি । ভারত মৌসুমি জলবায়ুর দেশ হওয়ায় বৃষ্টিপাতের অনিশ্চয়তা ও সীমাবদ্ধতার কারণে বিকল্প হিসাবে নদ – নদী থেকে সরাসরি বা খালের মাধ্যমে দেশের জলসেচ ব্যবস্থা পরিচালিত হয় ।
  • ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের মূল উৎস হল নদ – নদীগুলি । উত্তর ভারতের বরফগলা জলে পুষ্ট নদ – নদীগুলির উচ্চ প্রবাহ থেকে এবং দক্ষিণ ভারতের খরস্রোতা নদ – নদীগুলি থেকে উৎপাদিত জলবিদ্যুৎ ভারতের শক্তি চাহিদার এক বিরাট অংশ পূরণ করে থাকে । 
  • অভ্যন্তরীণ সুলভ জলপথে ভারতের পরিবহন ব্যবস্থা পরিচালিত হয় । উত্তর ভারতের নাব্য নদীপথগুলি পণ্য পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে । কেরালায় জলপথে পরিবহন তাৎপর্যপূর্ণ ।
  • পানীয় জলের যােগানের এক বৃহৎ অংশ আসে ভারতের নদ – নদীগুলি থেকে । নদী উপকূলস্থ পৌরবসতিগুলিতে পার্শ্ববর্তী নদী থেকে জলসংগ্রহ করে তা পরিশ্রুত করে লোকালয়ে সরবরাহ করা হয় ।
  • ভারতের জীবনধারা এ দেশের নদ – নদীগুলির সঙ্গে এতই ওতপ্রােতভাবে জড়িত যে নদ – নদীগুলির বুকে কান পাতলে যেন ভারতেরই হৃদয়ের স্পন্দন শােনা যাবে । নদ – নদীগুলি যেন মায়ের মতাে সন্তানস্নেহে ভারতীয়দের লালন – পালন করে চলেছে , ভারতীয়দের জীবনধারাকে পরিপুষ্ট করে চলেছে । এজন্যই ভারতকে নদীমাতৃক দেশ বলে ।

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভারতকে নদীমাতৃক দেশ কেন বলা হয় সেই সম্পর্কে আলোচনা করবো। বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় তারা সহজেই খুব ভালো নম্বর পেতে পারবে বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।