লৌহ ইস্পাত শিল্প কি?

0
লৌহ ইস্পাত শিল্প কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। তাই প্রশ্নটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্প কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

লৌহ ইস্পাত শিল্প কি?

সংজ্ঞা:

খনি থেকে উত্তোলিত লৌহ আকরিককে ব্লাস্ট ফার্নেসে শোধন করে উপযুক্ত পরিকাঠামো ও প্রচুর সংখ্যক শ্রমিকের সাহায্যে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে কাঁচা লোহা, লৌহ-ইস্পাত ও সংশ্লিষ্ট দ্রব্যাদি উৎপাদন করা হয় যে শিল্পে তাকে লৌহ-ইস্পাত শিল্প (Iron & Steel Industry) বলে ।

উদা:

TISCO, IISCO প্রভৃতি ।

প্রধান কাঁচামালঃ

লৌহ – ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি হল – আকরিক লােহা, স্ক্র্যাপ লােহা, স্পঞ্জ লােহা, কয়লা, চুনাপাথর, ডলােমাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, টাংস্টেন, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, জল প্রভৃতি ।

বৈশিষ্ট্য:

লৌহ ইস্পাত শিল্প – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  1. এটি একটি অবিশুদ্ধ কাঁচামালনির্ভর শিল্প ।
  2. লৌহ-ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বা মেরুদণ্ড বলা হয় ।
  3. এটি পৃথিবীর প্রাচীনতম শিল্পগুলির মধ্যে অন্যতম ।
  4. এটি মূলত কাঁচামাল কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে গড়ে ওঠে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য অথবা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।