শেয়ার করুন
সংজ্ঞা: খনি থেকে উত্তোলিত লৌহ আকরিককে ব্লাস্ট ফার্নেসে শোধন করে উপযুক্ত পরিকাঠামো ও প্রচুর সংখ্যক শ্রমিকের সাহায্যে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে কাঁচা লোহা, লৌহ-ইস্পাত ও সংশ্লিষ্ট দ্রব্যাদি উৎপাদন করা হয় যে শিল্পে তাকে লৌহ-ইস্পাত শিল্প (Iron & Steel Industry) বলে ।
উদা: TISCO, IISCO প্রভৃতি
বৈশিষ্ট্য: লৌহ ইস্পাত শিল্প (Iron & Steel Industry) – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ-
- ১. এটি একটি অবিশুদ্ধ কাঁচামালনির্ভর শিল্প ।
- ২. লৌহ-ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বা মেরুদণ্ড বলা হয় ।
- ৩. এটি পৃথিবীর প্রাচীনতম শিল্পগুলির মধ্যে অন্যতম ।
- ৪. এটি মূলত কাঁচামাল কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে গড়ে ওঠে ।