সংজ্ঞাঃ বসন্তকালে দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বতের পাদদেশ থেকে আর্জেন্টিনার পম্পাস তৃণভূমি অঞ্চলের দিকে যে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে পম্পেরো (Pampero) বলে ।
প্রভাবিত অঞ্চলঃ আন্দিজ পর্বতের পূর্ব ঢাল থেকে পম্পাস তৃণভূমি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে পম্পেরো বায়ু তার প্রভাব বিস্তার করে ।
বৈশিষ্ট্যঃ পম্পেরো – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এটি একপ্রকার উষ্ণ প্রকৃতির আঞ্চলিক বায়ুপ্রবাহ ।
খ) এটি একপ্রকার পার্বত্য বায়ু ।
প্রভাবঃ পম্পেরো – এর প্রভাবগুলি হলো নিম্নরূপ –
ক) এই বায়ুপ্রবাহের প্রভাবে পম্পাস তৃণভূমির উষ্ণতা বৃদ্ধি পায় ।
খ) আবহাওয়া অপেক্ষাকৃত মনোরম ও আরামদায়ক প্রকৃতির হয় ।
“পম্পেরো (Pampero) কি?”-এ 1-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।