চিনুক কি?

3
চিনুক (Chinook) কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী। এই বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে তাই তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চিনুক কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

চিনুক (Chinook) কি?

সংজ্ঞাঃ

আর্দ্র বায়ু উপকূলীয় পর্বতের প্রতিবাত ঢাল বরাবর উপরে উঠে মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি করার পর অনুবাত অঞ্চলে নেমে এসে উষ্ণ ও শুষ্ক বায়ুরূপে প্রবাহিত হয় । উত্তর আমেরিকার রকি পর্বতের অনুবাত ঢালে প্রবাহিত এরকম উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ চিনুক (Chinook) নামে পরিচিত । ‘Chinook’ একটি রেড ইন্ডিয়ান শব্দ, যার অর্থ হল ‘তুষার ভক্ষক’ ।

প্রভাবিত অঞ্চলঃ

কানাডা ও রকি পর্বতের পূর্বঢাল থেকে পাদদেশীয় সমভূমির উপর প্রায় কয়েকশো কিলোমিটার পর্যন্ত অঞ্চলে চিনুক বায়ু তার প্রভাব বিস্তার করে ।

বৈশিষ্ট্যঃ

চিনুক – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ

  1. এটি একপ্রকার উষ্ণ (১৮°C – ২১°C) ও শুষ্ক আঞ্চলিক বায়ুপ্রবাহ
  2. শীতের শেষে ও বসন্তের শুরুতে চিনুক প্রবাহিত হয় ।
  3. স্থানীয় বায়ুচাপ ও তাপের পার্থক্যই চিনুকের উৎপত্তির কারণ ।

প্রভাবঃ

এটি একপ্রকার উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ, যার প্রভাবে কোনো স্থানের উষ্ণতা আকস্মিকভাবে ২০°C – এরও বেশী বৃদ্ধি পেতে পারে । চিনুকের প্রভাবে রকি পর্বতের পাদদেশীয় সমভূমি তুষারমুক্ত হয়ে তৃণ জন্মায় এবং প্রেইরী তৃণভূমিতে পশুপালন সম্ভব হয় । এর প্রভাবে এই অঞ্চলের জমে থাকা তুষার গলে গিয়ে উন্মুক্ত তৃণভূমি সৃষ্টি হয় বলে স্থানীয় রেড ইন্ডিয়ান অধিবাসীরা তাদের ভাষায় এই বায়ুপ্রবাহটিকে চিনুক (যার অর্থ ‘তুষার ভক্ষক’) নামে অভিহিত করেছে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যপ্রাপ্ত হলে আপনার বন্ধুদের কাছেও প্রশ্নের বিষয়টি শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ। 

3 COMMENTS

Comments are closed.