চাপবলয় ও বায়ুপ্রবাহ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
চাপবলয় ও বায়ুপ্রবাহ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা চাপবলয় ও বায়ুপ্রবাহের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

আয়ন বায়ু অপর নাম কি ?

আয়ন বায়ু অপর নাম বাণিজ্য বায়ু।

কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকে কি বলে ?

কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকে উত্তর-পূর্ব আয়ন বায়ু।

অ্যানাবেটিক বায়ু কোন ধরণের বায়ু ?

অ্যানাবেটিক বায়ু সাময়িক বায়ু।

‘ডোলড্রামস-এর’ অর্থ কি ?

‘ডোলড্রামস-এর’ অর্থ শান্তাবস্থা।

আয়ন বায়ু প্রবাহিত হয় কোন দিকে ?

আয়ন বায়ু প্রবাহিত হয় 5°-25° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে।

আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে কোন দুটি নিয়ত বায়ু মিলিত হয় ?

আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু দুটি নিয়ত বায়ু মিলিত হয়।

দক্ষিণ- পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর- পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় কোন বলয় থেকে ?

দক্ষিণ- পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর- পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে।

পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তির নাম কি ?

পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তির নাম সূর্য।

‘অশ্ব অক্ষাংশ’ নামে কোন অক্ষাংশ পরিচিত ?

 ‘অশ্ব অক্ষাংশ’ নামে 25°-35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পরিচিত।

ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে ?

ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় 7টি।

ITCZ কী ?

উত্তর – পূর্ব ও দক্ষিণ – পূর্ব আয়নবায়ুর নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, একে ITCZ বলে।

ITCZ- এর অন্য নাম কী ?

ITCZ এর অন্য নাম নিরক্ষীয় শান্তবলয়।

নিয়ত বায়ু কাকে বলে ? 

সারাবছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে প্রবাহিত বায়ু হল নিয়ত বায়ু।

চিনুক শব্দের অর্থ কী ?

চিনুক শব্দের অর্থ ‘তুষার ভক্ষক’।

চিনুক বায়ুর প্রকৃতি কেমন ? 

চিনুক বায়ুর প্রকৃতি শুষ্ক ও উষ্ণ।

বোরো কেমন বায়ু ?

শুষ্ক ও শীতল ধরনের বায়ু হল বোরো।

কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে ?

কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে।

পম্পেরো কী ?

পম্পেরো একধরনের স্থানীয় বায়ু।

পম্পেরো কোথায় দেখা যায় ?

দক্ষিণ আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশ থেকে পম্পেরো উৎপত্তি লাভ করে।

নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে ?

নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে।

বায়ুর গতিবেগ কোন্ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায় ?

বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায়।

মেরু বায়ু কোথায় প্রবাহিত হয় ?

উত্তর গোলার্ধে ৭০-৮০ ° অক্ষরেকার মধ্যবর্তী অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হয়।

বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ কী ?

 দুটি অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ।

মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর চাপ সাধারণত কেমন থাকে ?

মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর চাপ সাধারণত নিম্নচাপ থাকে।

নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি ?

নিয়ত বায়ু তিন প্রকার, যথা – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু।

মিস্ট্রাল কোন প্রকার বায়ু ?

মিস্ট্রাল একটি স্থানীয় প্রকার বায়ু।

কোন অঞ্চলে সর্বদা উচ্চচাপ বিরাজ করে ?

 মেরু অঞ্চলে সর্বদা উচ্চচাপ বিরাজ করে।

বায়ুপ্রবাহ কী ?

ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ুপ্রবাহ বলে।

বায়ুস্রোত কী ? 

ভূপৃষ্ঠের ওপর বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ুস্রোত বলে।

কোন্ অঞ্চলকে ডোলড্রামস বলে ? 

নিরক্ষীয় নিম্নচাপ শান্তবলয়কে ডোলড্রামস বলে।

অশ্ব অক্ষাংশ কোন্ অঞ্চলকে বলে ? 

25 ° -35 ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ বলে পরিচিত।

কোরিওলিস বল কীভাবে কাজ করে ? 

কোরিওলিস বল সমকোণে কাজ করে।

বায়ুপ্রবাহের কীভাবে নামকরণ হয় ? 

 বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেইদিক অনুযায়ী বায়ুর নামকরণ হয়।

বাইস ব্যালট সূত্র কবে আবিষ্কার হয় ? 

1857 খ্রিস্টাব্দে বাইস ব্যালটের সূত্র আবিষ্কার হয়।

আয়নবায়ুর অপর নাম কী ?

আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু।

উত্তর গোলার্ধে আয়নবায়ু গতিবেগ কতটা ?

উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ 16 কিমি।

বায়ুর উন্নতার প্রধান উৎস কী ? 

বায়ুর উয়তার প্রধান উৎস সূর্য।

মেরুবায়ুর কারণে কোথায় তুষারঝড় সৃষ্টি হয় ?

মেরুবায়ুর কারণে রাশিয়ার সাইবেরিয়ায় তুষারঝড় সৃষ্টি হয়।

তুন্দ্ৰা অঞ্চলে শীতকাল কতদিন স্থায়ী হয় ?

তুন্দ্রা অঞ্চলে শীতকাল 8-9 মাস স্থায়ী হয়।

সাময়িক বায়ু কখন প্রবাহিত হয় ?

সাময়িক বায়ু বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়।

সমুদ্রবায়ুর প্রভাব কোথায় দেখা যায় ?

সমুদ্রের উপকূলভাগ থেকে 150 কিমি অঞ্চলের মধ্যে দেখা যায়।

স্থলবায়ুর প্রভাব কখন বৃদ্ধি পায় ? 

স্থলবায়ুর প্রভাব ভোররাতের দিকে বৃদ্ধি পায়

কাকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ?

সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমি বায়ুকে।

চিনুক বায়ুর প্রভাবে কোথায় পশুপালন হয় ?

চিনুক বায়ুর প্রভাবে প্রেইরি তৃণভূমি অঞ্চলে পশুপালন হয়।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।