নদী (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
নদী (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা নদীর কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

মুরশিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত হল গঙ্গা নদীর প্রবাহ কেমন ?

 মুরশিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহানা পর্যন্ত হল গঙ্গা নদীর প্রবাহ নিম্নপ্রবাহ।

নিম্নপ্রবাহে নদীর গতিবেগ বেশি থাকলে কি সৃষ্টি হয় ?

 নিম্নপ্রবাহে নদীর গতিবেগ বেশি থাকলে খাড়ি সৃষ্টি হয়।

শুষ্ক অঞ্চলে সুগভীর নদী উপত্যকাকে কি বলে ?

শুষ্ক অঞ্চলে সুগভীর নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে।

জলপ্রপাত নদীর কোন কার্যে সৃষ্টি হয় ?

জলপ্রপাত নদীর ক্ষয় কার্যে সৃষ্টি হয়।

নদী যেখানে মেশে তাকে কি বলা হয় ?

নদী যেখানে মেশে তাকে মোহানা বলা হয়।

পার্বত্য অঞ্চলের নদীগুলিতে জল থাকে কোন সময় ?

পার্বত্য অঞ্চলের নদীগুলিতে সাধরণত সারাবছর জল থাকে।

গঙ্গার একটি শাখা নদীর নাম লেখো ?

গঙ্গার একটি শাখা নদীর নাম ভাগীরথী-হুগলি।

নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি কেমন হয় ?

নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে।

একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো ?

 একটি আন্তর্জাতিক নদীর নাম শুষ্ক সিন্ধু।

হরিদ্বার থেকে মুরশিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গানদীর প্রবাহ কেমন ?

হরিদ্বার থেকে মুরশিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গানদীর প্রবাহ মধ্যপ্রবাহ।

প্লাবনভূমি লক্ষ করা যায় কোন প্রবাহে ?

প্লাবনভূমি লক্ষ করা যায় নিম্নপ্রবাহে।

পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল কেমন থাকে ?

পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খুব বেশি থাকে।

নদীর বদ্বীপ সৃষ্টি হয় কোন প্রবাহে ?

নদীর বদ্বীপ সৃষ্টি হয় নিম্নপ্রবাহে।

‘V’ আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায় নদীর কোন ধরণের গতিতে ?

‘V’ আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায় নদীর উচ্চগতিতে।

‘I’ আকৃতির উপত্যকা দেখা যায় কোন অঞ্চলে ?

‘I’ আকৃতির উপত্যকা দেখা যায় পার্বত্য অঞ্চলে।

পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কি ?

পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ ক্ষয় কার্য।

নদীর শক্তি হ্রাস পেলে কি পরিবর্তন ঘটে ?

নদীর শক্তি হ্রাস পেলে সঞ্চয় বাড়ে।

আদর্শ নদীর গতিপথকে কয়টি ভাগে ভাগ করা হয় ?

আদর্শ নদীর গতিপথকে 3টি ভাগে ভাগ করা হয়।

উৎস থেকে মোহানা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে কি বলে ?

উৎস থেকে মোহানা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে।

নিম্নপ্রবাহে নদীর গতিবেগ বেশি থাকলে কি সৃষ্টি হয় ?

নিম্নপ্রবাহে নদীর গতিবেগ বেশি থাকলে খাড়ি সৃষ্টি হয়।

গঙ্গানদীর উৎপত্তি কোন স্থান থেকে ?

গঙ্গানদীর উৎপত্তি হিমবাহ থেকে।

প্লাবনভূমি লক্ষ করা যায় কোন প্রবাহে ?

প্লাবনভূমি লক্ষ করা যায় নিম্নপ্রবাহে।

নদীর দুকুলে পলি জমে কি গড়ে ওঠে ?

নদীর দুকুলে পলি জমে প্লাবন সমভূমি গড়ে ওঠে।

নদীর মধ্যপ্রবাহে কি সৃষ্টি হয় ?

নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।