শেয়ার করুন
☻সংজ্ঞাঃ পার্বত্য অঞ্চলে উচ্চগতিতে নদী তীব্রগতিতে ক্ষয়কার্য করতে করতে অগ্রসর হতে থাকে । এইসময় নদী তার প্রবাহপথে অবস্থিত শৈলশিরার অভিক্ষিপ্তাংশগুলিকে ক্ষয় করে কিছুটা সোজাপথে অগ্রসর হয় । এরকম ক্ষয়প্রাপ্ত শৈলশিরার অভিক্ষিপ্তাংশগুলিকে কর্তিত শৈলশিরা (Truncated Spur) বলে ।

উদাঃ হিমালয়ের পার্বত্য অঞ্চলে তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা, প্রভৃতি নদীর উচ্চ প্রবাহে এরকম অনেক কর্তিত শৈলশিরা দেখতে পাওয়া যায় ।
বৈশিষ্ট্যঃ কর্তিত শৈলশিরা – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এগুলি মূলত খরস্রোতা নদীর উচ্চ প্রবাহে পার্বত্য অঞ্চলে দেখা যায় ।
খ) এগুলি নদীর ক্ষয়কার্যজনিত ভূমিরূপ ।
3 thoughts on “কর্তিত শৈলশিরা (Truncated Spur):”