পরবর্তী নদী কি?

0
পরবর্তী নদী কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। পরবর্তী নদী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পরবর্তী নদী কি?

সংজ্ঞাঃ

অনুগামী নদী সৃষ্টি হয়ে প্রবাহিত হওয়ার পর সংশ্লিষ্ট অঞ্চলে ক্ষয়কার্য চালিয়ে গৌণ ঢাল সৃষ্টি করে । এমতাবস্থায় যে সকল নদী কঠিন শিলাস্তর এড়িয়ে দুর্বল শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়ে অনুগামী নদীর সাথে সমকোণে বা প্রায় সমকোণে মিলিত হয়, তাদের পরবর্তী নদী (Subsequent River) বলে ।

উদাঃ 

মূল অনুগামী নদী যমুনার উপনদী অসন (Asan) হলো একটি আদর্শ পরবর্তী নদী ।

বৈশিষ্ট্যঃ 

পরবর্তী নদী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. পরবর্তী নদীগুলি নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয় বলে নদী উপত্যকাগুলি যথেষ্ট চওড়া প্রকৃতির হয় ।
  2. এইপ্রকার নদীগুলি মূলত: কঠিন শিলাস্তরগুলি এড়িয়ে দূর্বল শিলাস্তরের আয়াম (Strike) বরাবর প্রবাহিত হয় ।
  3. অপেক্ষাকৃত কঠিন শিলাস্তরগুলি শৈলশিরা রূপে পরবর্তী নদীগুলির উভয় পাশে সমান্তরালভাবে অবস্থান করে ।
  4. উপত্যকাগুলি আয়াম বরাবর গঠিত হয় বলে এদের আয়াম উপত্যকা (Strike Vale) বলে ।
  5. পরবর্তী নদীগুলি সংশ্লিষ্ট অঞ্চলের গঠনের সাথে সামঞ্জস্য রেখে সৃষ্টি হয় ও প্রবাহিত হয় ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।