ধারণ অববাহিকা কি?

2
ধারণ অববাহিকা কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। ধারণ অববাহিকা কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ধারণ অববাহিকা কি?

সংজ্ঞাঃ

নদীর উৎস অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রে মিলিত হয়ে একটি নদীরূপে একটি নিদির্ষ্ট খাতে উচ্চভূমি থেকে নিম্নদিকে প্রবাহিত হয় । নদীর উৎস অঞ্চলের এই অববাহিকাকে ধারণ অববাহিকা (Catchment Basin) বলে

উদাঃ

দামোদর নদের উৎস অঞ্চলে এরূপ সুন্দর ধারণ অববাহিকা দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

ধারণ অববাহিকা – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. অঞ্চলটিতে একটি সুস্পষ্ট নদীগোষ্ঠী (River System) লক্ষ্য করা যায় ।
  2. ধারণ অববাহিকা যত সুগঠিত হয়, নদীতে জলের পরিমান ও প্রবাহের গতিবেগ উভয়ই তত বেশী হয় ।
  3. একটি আদর্শ ধারণ অববাহিকা একটি আদর্শ নদী গঠনের অন্যতম প্রধান শর্ত ।
  4. সময়ের সাথে সাথে নদীর ধারণ অববাহিকার উচ্চতা ও প্রশস্ততা ক্ষয়কার্যের ফলে হ্রাস পেতে থাকে ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।