বিনুনিরূপী জলনির্গম প্রণালী কি?

0
বিনুনিরূপী জলনির্গম প্রণালী কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। বিনুনিরূপী জলনির্গম প্রণালী  কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

বিনুনিরূপী জলনির্গম প্রণালী কি?

সংজ্ঞাঃ

প্রধান নদী বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে কিছুদুর অগ্রসর হওয়ার পর সেগুলি ক্রমান্বয়ে বারবার বিচ্ছিন্ন ও মিলিত হতে থাকে এবং তাদের প্রবাহপথে দ্বীপের মত ভূ-ভাগ গড়ে উঠতে থাকে । এর ফলে অনেকটা বিনুনির মত দেখতে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তাকে বিনুনিরূপী জলনির্গম প্রণালী (Braided Drainage Pattern) বলে।

উদাঃ

সুন্দরবন অঞ্চলে বিনুনিরূপী জলনির্গম প্রণালী দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

বিনুনিরূপী জলনির্গম প্রণালী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. নদী যখন তার বোঝা আর বহন করতে পারেনা, তখনই নদীর ব-দ্বীপ প্রবাহ বা নিম্নপ্রবাহে এইরূপ জলনির্গম প্রণালী গড়ে ওঠে ।
  2. এইপ্রকার জলনির্গম প্রণালীর মাঝে মাঝে নদীবাহিত পদার্থ দ্বারা গঠিত ভূমিভাগ গড়ে ওঠে ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।