জলনির্গম প্রণালী কি?

0
জলনির্গম প্রণালী কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। জলনির্গম প্রণালী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

জলনির্গম প্রণালী কি?

সংজ্ঞাঃ

কোনো নদী অববাহিকার উৎস অঞ্চলে বিভিন্ন প্রকার ছোট-বড় নদী (গৌণ উপনদী, মুখ্য উপনদী, প্রধান নদী প্রভৃতি) মিলিত হয়ে যে বিশেষ ধরনের নক্সা বা ডিজাইনের সৃষ্টি করে, তাকে জলনির্গম প্রণালী (Drainage Pattern) বলে ।

বৈশিষ্ট্যঃ 

জলনির্গম প্রণালী – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. স্থানীয় ভূ-গাঠনিক স্বতন্ত্রতার পরিপ্রেক্ষিতে জলনির্গম প্রণালীরও স্বতন্ত্রতা লক্ষ্য করা যায় ।
  2. শিলালক্ষণের প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় ।

নিয়ন্ত্রকঃ

জলনির্গম প্রণালী – র নিয়ন্ত্রকগুলি হলো নিম্নরূপ

  1. প্রারম্ভিক ঢাল (Initial Slope),
  2. শিলা কাঠিন্যের তারতম্য (Inequalities in Rock hardness),
    গঠনের প্রভাব (Structural Control),
  3. সাম্প্রতিক ভূমিরূপ গঠনকারী শক্তি (Recent Diastrophism)
  4. নদী অববাহিকার সাম্প্রতিক ভূ-তাত্ত্বিক ও ভূ-গাঠনিক ইতিহাস (Recent Geologic and Geomorphic History of the Drainage Basin) প্রভৃতি ।

শ্রেণীবিভাগঃ

জলনির্গম প্রণালী – কে প্রকৃতি অনুযায়ী মূলতঃ ৯ টি বিশেষ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে । যথা

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।