জলনিকাশ কি?

0
জলনিকাশ কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। জলনিকাশ কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

জলনিকাশ কি?

সংজ্ঞা:

বৃষ্টিপাতের জল, বরফগলা জল বা অন্য কোনও জলরাশি ভূ-পৃষ্ঠের উপর ছড়িয়ে পড়ে এবং বাষ্পীভবনের পর অবশেষে ঐ জলরাশির অবশিষ্টাংশ খাতের মাধ্যমে প্রবাহিত হয়ে নিষ্কাশিত হয় । এই জলপ্রবাহকে জলনিকাশ (Run-off) বলে । ভূ-গর্ভস্থ জল যে নদী মাধ্যমে নিষ্কাশিত হয় তাও এই জলনিকাশ ব্যবস্থার পর্যায়ভুক্ত ।

পৃথিবীর জলনিকাশ:

অনুমান করা হয়, সমগ্র পৃথিবীর জলনিকাশ এলাকা প্রায় ৪১,৫০০ বর্গকিলোমিটার ।

প্রতি ইউনিট এলাকা (সিসি/বছর)

এশিয়া- ২৮৬

ইউরোপ- ৪৪৫

আফ্রিকা- ১৩৯

ওশিয়ানিয়া- ২১৮

উত্তর ও দক্ষিন আমেরিকা- ২৬৫

আন্টার্কটিকা- ১৬৪

নিয়ন্ত্রক: 

জলনিকাশ – এর নিয়ন্ত্রকগুলি হলো – ভূমির ঢাল, শিলা ও মাটির প্রকৃতি, বাষ্পীভবনের হার, জলের অধ:গমনের পরিমান, গাছপালার পরিমান, মানুষের কার্যাবলী প্রভৃতি ।

শ্রেনীবিভাগ: 

জলনিকাশ মূলত: তিনপ্রকার । যথা

  • ভূ-পৃষ্ঠস্থ জলনিকাশ (Suface Run-Off),
  • ভূ-তল নিম্নস্থ জলনিকাশ (Sub-surface Run-Off),
  • ভৌমজলনিকাশ (Ground water Run-Off) ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।