নেভে ,ফির্ন ও বরফ কি ?

0
নেভে ,ফির্ন ও বরফ কি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। নেভে, ফির্ন ও বরফ কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

নেভে ,ফির্ন ও বরফ কি ?

নেভে (Neve) :

তুষারপাতের প্রাথমিক অবস্থায় তুষারকণাগুলি একটি অপরটির সাথে আলগাভাবে লেগে থাকে । এরকম ফাঁকযুক্ত আলগা তুষারকণাগুলিকে নেভে (Neve) বলে ।

বৈশিষ্ট্যঃ

নেভে – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এগুলি অতি সূক্ষ্ম ও হালকা তুষারকণা ।
  2. এর ঘনত্ব ০.৬-০.১৬ গ্রাম / কিউবিক সেমি ।

ফির্ন (Firn):

নেভের পরবর্তী রূপ হলো ফির্ন (Firn) । এগুলি এমন একপ্রকার তুষারকণা গ্রীষ্মকালীন উষ্ণতায় সম্পূর্ণ গলে যায়, আবার পরবর্তী শীতে নানারকম রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হয় ।

বৈশিষ্ট্যঃ

ফির্ন – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি সাধারণভাবে অসংগঠিত হয় ।
  2. এর ঘনত্ব ০.৭২-০.৯ গ্রাম / কিউবিক সেমি ।

বরফ (Ice):

সমগ্র তুষারকণা জমাট বেঁধে স্তূপের আকার নিলে তাকে বরফ (Ice) বলে ।

বৈশিষ্ট্যঃ

বরফ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি সাধারণভাবে সংগঠিত হয় ।
  2. এর ঘনত্ব ০.৯ গ্রাম / কিউবিক সেমির বেশী হয় ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।