সংজ্ঞাঃ সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহ তার উপত্যকাকে অনেকসময় এত গভীরভাবে ক্ষয় করে যে সেটি সমুদ্রের পৃষ্ঠতল থেকেও নীচু হয়ে যায় । পরে বরফমুক্ত হলে এটি সমুদ্রের জলে ডুবে যায় । জলমগ্ন এরকম উপত্যকাকে ফিয়র্ড (Fiord) বলে ।
উদাঃ নরওয়ের সোজনে ফিয়র্ড (পৃথিবীর গভীরতম) ।
বৈশিষ্ট্যঃ ফিয়র্ড – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এগুলি মুলত সমুদ্রোপকূলে দেখা যায় ।
খ) সাধারণত এগুলি জলমগ্ন থাকে ।

“ফিয়র্ড কি?”-এ 2-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।