সংজ্ঞাঃ পার্বত্য অঞ্চলে হিমবাহ তার প্রবাহপথে অবরোধকারী পর্বতের অবক্ষিপ্তাংশগুলির অগ্রভাগ ক্ষয় করে অগ্রসর হয় । একে কর্তিত শৈলশিরা বা কর্তিত স্পার (Truncated Spur) বলে ।
উদাঃ হিমালয় পর্বতে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কর্তিত স্পার দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ কর্তিত স্পার – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এগুলি দেখতে ত্রিভূজাকার হয় ।
খ) এগুলি উচ্চ পার্বত্য অঞ্চলেই বেশী দেখা যায় ।
“কর্তিত শৈলশিরা বা কর্তিত স্পার কি?”-এ 2-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।