ঝুলন্ত উপত্যকা (Hanging Valley):
☻সংজ্ঞাঃ প্রধান নদীর সঙ্গে যেমন ছোট ছোট উপনদী এসে মেশে, সেই রকম প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহও এসে মেশে । প্রধান হিমবাহের উপত্যকা খুব বড় ও গভীর হয় । তাই ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে । তখন একে ঝুলন্ত উপত্যকা (Hanging Valley) বলা হয় ।

ঝুলন্ত উপত্যকা (Hanging Valley)
উদাঃ ভারতের গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নরপর্বত থেকে নীচের দিকে কুবের নামে এইরকম ঝুলন্ত উপত্যকা হিমবাহ দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ ঝুলন্ত উপত্যকা-র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ-
ক) এটি মূল হিমবাহ উপত্যকার উপর খাড়াভাবে অবস্থান করে ।
খ) এই অঞ্চলের উপর দিয়ে নদী বয়ে গেলে জলপ্রপাত সষ্টি হয় ।
গ) হিমবাহ সরে গিয়ে নদীর সৃষ্টি হলে ঝুলন্ত উপত্যকার মুখে প্রায়ই জলপ্রপাত গঠিত হয় ।
পিংব্যাকঃ হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি / প্রক্রিয়া (Erosional Methods of Glacier) ও সৃষ্ট ভূমিরূপসমূহ (Landforms): | bhoogolok.wordpress.com
পিংব্যাকঃ হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি / প্রক্রিয়া (Erosional Methods of Glacier) ও সৃষ্ট ভূমিরূপসমূহ (Created Landforms): | bhoogolok.wordpress.com
পিংব্যাকঃ জলপ্রপাত (Waterfalls): | bhoogolok.com
পিংব্যাকঃ হিমবাহের ক্ষয়কার্য, ক্ষয়কার্যের প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপসমূহ (Erosional Works of Glacier, Methods & Created Landforms): | bhoogolok.com
Fffff
LikeLike