ক্র্যাগ ও টেল কি?

2
ক্র্যাগ ও টেল কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। ক্র্যাগ ও টেল কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ক্র্যাগ ও টেল কি?

সংজ্ঞাঃ

হিমবাহের গতিপথে কঠিন শিলাস্তরের পিছনে নরম শিলাস্তর থাকলে, অনেক সময় কঠিন শিলাস্তরটি পশ্চাদবর্তী নরম শিলাস্তরটিকে হিমবাহ কর্তৃক ক্ষয়ের প্রভাব থেকে রক্ষা করে । এর ফলে কঠিন শিলাস্তুপটি উঁচু ঢিবির মত আর পেছনের নরম শিলা সরু লেজের মত বিরাজ করে । এই রকম কঠিন শিলাকে ক্র্যাগ (Crag) ও পিছনের ঢালযুক্ত নরম শিলাকে টেল (Tail) বলে ।

উদাঃ

স্কটল্যান্ডের এডিনবরা ক্যাসেল সংশ্লিষ্ট অঞ্চলে ক্র্যাগ ও টেল দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

ক্র্যাগ ও টেল – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এরা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত হয় ।
  2. এগুলি অপেক্ষাকৃত কম উচ্চতাবিশিষ্ট অঞ্চলে দেখা যায় ।
  3. টেল অংশটি যতই ক্র্যাগ থেকে দূরে যায়, ততই ক্রমশ সরু হয়ে পড়ে ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।