সংজ্ঞাঃ অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখন্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয় । হিমবাহের ক্ষয় কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে শিলাখন্ডটি মসৃণ এবং তার বিপরীত দিকে অসমতল বা এবড়োখেবড়ো হয়ে যায় । পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে শক্ত শিলাখন্ডে গঠিত একদিকে মসৃণ এবং অপরদিকে এবড়ো খেবড়ো এইরকম শিলাখন্ড বা ঢিবিকে রসে মতানে (Roche Moutonne) বলা হয় । ‘রসে মতানে’ একটি ফরাসি শব্দ, যার অর্থ উঁচু ঢিবি ।
উদাঃ কানাডীয় শিল্ড অঞ্চলে রসে মতানে দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ রসে মতানে – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এটি হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়া ও উৎপাটন প্রক্রিয়া – এই দুই প্রক্রিয়ার ফলে সৃষ্ট ।
খ) এটি (কঠিন শিলার) একটি অবশিষ্ট শিলাস্তূপ ।

“রসে মতানে কি?”-এ 2-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।