☻ সংজ্ঞাঃ এক্সোস্ফিয়ারের উপরে অবস্থিত বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার (Magnetosphere) বলে ।
বিস্তারঃ ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তার প্রায় ১৫০০-১০০০০ কিমি ।
বৈশিষ্ট্যঃ ম্যাগনেটোস্ফিয়ার – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
(ক) এই স্তরের জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নিত কণার উপস্থিতি নিয়ন্ত্রিত হয় ।
(খ) এখানে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয়াকারে অবস্থান করে ।
(গ) এই স্তরের উর্দ্ধসীমা ধীরে ধীরে মহাশূণ্যে বিলীন হয়ে যায় ।
Pingback: মেরুপ্রভা বা মেরুজ্যোতি বা অরোরা (Aurora): | bhoogolok.com
Pingback: উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমন্ডলের স্তরবিন্যাস (Atmospheric Stratification according to the variation in Height and Warmth): | bhoogolok.com
Pingback: উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমন্ডলের স্তরবিন্যাস (Atmospheric Stratification according to the variation in Height and Warmth): | bhoogolok.com