মরুদ্যান কি?

6
মরুদ্যান কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। মরুদ্যান কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

মরুদ্যান কি?

সংজ্ঞাঃ

মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কোন একটি অঞ্চলের বালিরাশি অপসারিত হতে থাকলে অঞ্চলটি ক্রমশ অবনমিত হয়ে পড়তে পড়তে একসময় ভৌমজলস্তর উন্মুক্ত হয়ে পড়ে । ফলে ওই স্থানে জলাশয় সৃষ্টি হয় এবং ক্রমশ উদ্ভিদ জন্মে অঞ্চলটিতে মনোরম পরিবেশ তৈরী হয় । শুষ্ক মরু অঞ্চলের মধ্যে এরকম সবুজাভ স্থানকে মরুদ্যান (Oasis) বলে ।

উদাঃ

সৌদি আরবের রাজধানী রিয়াধ একটি আদর্শ মরুদ্যান ।

বৈশিষ্ট্যঃ

মরুদ্যান – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. একে কেন্দ্র করে ক্রমশ ঐ অঞ্চলে জনবসতি গড়ে ওঠে ।
  2. এগুলি শুষ্ক মরুভূমির মাঝে একমাত্র আশ্রয়স্থল ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।

6 COMMENTS

  1. […] বা গর্তের সৃষ্টি হয় । সৃষ্ট ভূমিরুপঃ মরুদ্দ্যান, ধান্দ, প্লায়া প্রভৃতি । (খ) অবঘর্ষ […]

  2. […] বা গর্তের সৃষ্টি হয় । সৃষ্ট ভূমিরুপঃ মরুদ্দ্যান, ধান্দ, প্লায়া প্রভৃতি […]

Comments are closed.