সিফ বালিয়াড়ি কি?

6
সিফ বালিয়াড়ি কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। সিফ বালিয়াড়ি কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

সিফ বালিয়াড়ি কি?

সংজ্ঞাঃ

তীব্র ঘূর্ণিবায়ুর আঘাতে পরপর অনেকগুলি বালিয়াড়ি ভেঙ্গে গেলে বায়ুপ্রবাহের পথে বেশ সংকীর্ণ কিন্তু খুব লম্বা বালিয়াড়ি সৃষ্টি হয় । এইপ্রকার দীর্ঘ অথচ সংকীর্ণ বালিয়াড়িকে সিফ বালিয়াড়ি (Seif Dunes) বলে । ‘সিফ’ একটি আরবী শব্দযার অর্থ “সোজা তরবারি” ভূমিরূপ বিজ্ঞানী বার্গনল্ড এর নামকরণ করেন । তাঁর মতে, সিফ বালিয়াড়ি গঠিত হয় তখনই যখন বার্খান গঠনের মত একদিক থেকে বায়ু প্রবাহিত না হয়ে বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়ে থাকে । সিফ বালিয়াড়ি তখনই দৈর্ঘ্যে বৃদ্ধি পায় যখন বায়ু বালিয়াড়ির সমান্তরালে প্রবাহিত হয় । তাঁর মতে বার্খান বা তীর্যক বালিয়াড়ির রূপান্তরেই সিফ বালিয়াড়ি সৃষ্টি হয় ।

উদাঃ

অস্ট্রেলিয়ার সিম্পসন মরুভূমিতে সিফ বালিয়াড়ি দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

সিফ বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. স্থায়ী বালিয়াড়ির মধ্যভাগ বায়ুপ্রবাহ কর্তৃক ভেঙ্গে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয় ।
  2. এরকম বালিয়াড়ির উচ্চতা সাধারণত ১০০-২০০ মিটারদৈর্ঘ্য ১০০-১৫০ কিমি এবং প্রস্থ এক কিমির মত হয়ে থাকে । 
  3. পরস্পর সমান্তরালভাবে একাধিক সিফ বালিয়াড়ি গড়ে ওঠে ।
  4. এগুলি দেখতে শৈলশিরার মত হয় ।
  5. এদের শীর্ষভাগ ধাঁরালো করাতের মত ও অগ্রভাগ সূচালো হয় ।
  6. দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী ফাঁককে করিডোর বলে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ। 

6 COMMENTS

  1. […] – বার্খান বালিয়াড়ি (Barkhan Dune), সিফ বালিয়াড়ি (Seif Dune), নক্ষত্র বালিয়াড়ি (Star Dune), অ্যাকলি […]

  2. […] – বার্খান বালিয়াড়ি (Barkhan Dune), সিফ বালিয়াড়ি (Seif Dune), নক্ষত্র বালিয়াড়ি (Star Dune), অ্যাকলি […]

  3. […] পরবর্তী পোষ্টগুলিতে], ২. সিফ বালিয়াড়ি (Seif Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  4. […] পরবর্তী পোষ্টগুলিতে], ২. সিফ বালিয়াড়ি (Seif Dune)………[বিস্তারিত পরবর্তী […]

Comments are closed.