সংজ্ঞাঃ মরু অঞ্চলে বায়ুর অপসারণকার্যের ফলে বালুকণা অন্যত্র চলে গেলে অবনত স্থান সৃষ্টি হয় । কালক্রমে এটি গভীর হতে হতে গর্তের রূপ নিলে তাকে অপসারণজনিত গর্ত (Blow-Out) বলে । রাজস্থান মরুভূমিতে এগুলি “ধান্দ” নামে পরিচিত । UAE এর “কাতারা” বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত ।
উদাঃ সোনেরান মরুভূমিতে অনেক অপসারণজনিত গর্ত দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ অপসারণজনিত গর্ত – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ –
ক) এগুলি ছোট-বড় বিভিন্ন আকৃতির হতে পারে ।
খ) বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে এইপ্রকার ভূমিরূপ সৃষ্টি হয় ।
“অপসারণজনিত গর্ত কি?”-এ 5-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।
pic nai